ছবি: ভোরের আকাশ
বরগুনার পাথরঘাটায় উপকূলে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলার দুর্ঘটনায় মো. ছিদ্দিক ভান্ডারি (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুরুতর আহত অবস্থায় তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ছিদ্দিক ভান্ডারি উপজেলার ৭নং ওয়ার্ডের হাড়িটানা এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর সকালে “এফবি মা” নামের একটি ফিশিং ট্রলার ১৭ জন জেলেকে নিয়ে সমুদ্রে যায়। ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় মাছ ধরার সময় জাল টানতে গিয়ে হঠাৎ ট্রলারের ভেতরে পড়ে গুরুতর আহত হন ছিদ্দিক। মাথা ও বুকে আঘাত পেয়ে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
ট্রলারের মাঝি মো. জামাল বলেন, “জাল ফেলার সময় অসতর্কতায় ছিদ্দিক ভান্ডারি সিটকে ট্রলারের খোন্দলে পড়ে যান। আহত হওয়ার পর অল্প সময়ের মধ্যেই তিনি মারা যান। পরে আমরা লাশ নিয়ে তীরে ফিরি।”
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মধ্যরাতে একটি স্কুলের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের চালক গুরুতর দগ্ধ হয়েছেন।শুক্রবার (১৪ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।দগ্ধ চালক পারভেজ খান (৪৫) সদর উপজেলার বারাইবিকুরা গ্রামের আবুল হোসেনের ছেলে। রাতে সে গাড়িতেই ঘুমিয়ে ছিলেন।পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মানিকগঞ্জ শহরের দি হলি চাইল্ড স্কুল ও কলেজের একটি বাস ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা ছিল এবং চালক পারভেজ খান বাসের মধ্যে ঘুমিয়ে ছিল। হঠাৎ রাত আনুমানিক রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ছড়িয়ে পরে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে শিবালয় থানার পুলিশ বাসের চালককে উদ্ধার করে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন।অন্যদিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।এ বিষয়ে শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি এবং বাসের চালককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।ভোরের আকাশ/মো.আ.
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুড়াকুটি পাগলাটারী গ্রামের প্রবীণ কলু মোস্তাকিম ও তাঁর স্ত্রী এবার সহায়তা পেলেন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তাদের কাছ থেকে।বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাউস্ট), সৈয়দপুরের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা কলু মোস্তাকিমের বাড়িতে গিয়ে একটি ইঞ্জিনচালিত তেল উৎপাদন মেশিন ও একটি ঘর হস্তান্তর করেন।মেশিন ও ঘরটি প্রবীণ দম্পতির হাতে তুলে দেন বাউস্টের ট্রেজারার অবসরপ্রাপ্ত লে. কর্নেল ড. মো. শামিম রেজা। এ সময় উপস্থিত ছিলেন বাউস্টের প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক ড. শওকত আলী এবং সহযোগী অধ্যাপক ও ডিন ড. মাহমুদ হাসান প্রমুখ।এই মানবিক উদ্যোগে গ্রামজুড়ে দেখা যায় আনন্দের ছোঁয়া, আর প্রবীণ দম্পতির মুখে ফুটে ওঠে কৃতজ্ঞতার হাসি।ভোরের আকাশ/জাআ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কাজিহাল ইউনিয়ন পরিষদের বেহাল অবস্থা। গত ২ যুগ আগে ইউনিয়ন পরিষদ ও বাউন্ডারী ওয়াল নির্মাণ হলেও ইউনিয়ন পরিষদ ভবনটি সংস্কারের কোন উদ্দ্যোগ নেই। প্রবেশ দরজাটি ভাঙ্গাচুরা। বাউন্ডারী ওয়াল ভেঙ্গে পড়ছে ও প্লাস্টার খুলে পড়ছে। ইউনিয়ন পরিষদের ভিতরে অপরিস্কার ও অপরিচ্ছিন্ন, পরিষদ চত্তরটি জঙ্গলে ভরে গেছে।গত প্রায় ২ যুগ ধরে তৎকালীন আওয়ামী চেয়ারম্যান মানিক রতন ইউনিয়ন পরিষদ ভবনটি সংস্কারের কোন পদক্ষেপ নেননি। অথচ শত শত প্রকল্প নিয়ে দায়সারা কাজ করে প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন। অপর দিকে বর্তমান প্যানেল চেয়ারম্যান মো. কাঞ্চন দায়িত্বভার গ্রহণের পর বিভিন্ন প্রকল্পের কাজ করলেও ইউনিয়ন পরিষদটি সংস্কার করতে কোন পদক্ষে গ্রহণ করেননি।ইউনিয়ন পরিষদ ভবনটি নির্মাণের পর ঠিকাদার রং করার পর এ পর্যন্ত আর কেউ কোন কাজ করেননি। ইউনিয়ন পরিষদের বাহিরে সাধারণ জনসাধারণের জন্য কোন টয়লেট বা বাথরুম নাই। দেখে মনে হচ্ছে এটা কারও পুরাতন বাড়ী।এ বিষয়ে এলাকার মো. ওসমান আলীর সাথে কথা বললে তিনি জানান, ঠিকাদার কাজ করার পর আর কেউ এই ইউনিয়ন পরিষদ সংস্কার করেননি। এ ব্যাপারে এলাকাবাসী অতি দ্রুত ইউনিয় পরিষদ ভবনটি সংস্কার করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেক দৃষ্টি কমনা করছি।ভোরের আকাশ/জাআ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে বেসিক সংস্থার উদ্দ্যোগে প্রান্তিক নারীদের কর্মমূখী (দর্জি) প্রশিক্ষণ বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে ফুলবাড়ী উপজেলা নির্বাহী মো. ইসাহাক আলীর সভাপতিত্বে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।ওরিয়েন্টেশন সভা বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী মো. ইসাহাক আলী। তিনি তার বক্তেব্য বলেন, বেসিক এনজিও এর সহায়তায় প্রান্তিক নারীদের কর্মমূখী দর্জি, বস্তায় আদা ও হলুদ চাষ প্রশিক্ষণ প্রদান করা হবে এবং তাদের মাঝে বিনামূলে চারা বিতরণ করা হবে।এতে বেসিক সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় ১০ জন প্রান্তিক, দরিদ্র অসহায় নারী ৩ মাসের দর্জি প্রশিক্ষণ পাবে। প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেককে একটি করে সেলাই মেশিন বিনামূল্য বিতরণ করা হবে।এছাড়ও আলাদীপুর ইউনিয়নের হঠাৎ পাড়া গ্রামের ৫ জন, বেতদিঘী ইউনিয়নের ৫ জন আদিবাসী নারী, মুশাহার চৌরাই গ্রামের ৩৫ জন আদিবাসী নারী বস্তায় আদা ও হলুদ চাষের উপর ১ দিনের প্রশিক্ষণ পাবে। প্রশিক্ষণ শেষে ওই দিনেই বিভিন্ন দেশীয় গাছের চারা তাদের মাঝে বিতরণ করা হবে।এছাড় ওরিয়েন্টেশন সভা উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্থা ডা. সারোয়ার হাসান, সমজসেবা কর্মকতা, কৃষি কর্মকর্তা, উপজেলায় কর্মরত ২৫টি এনজিওর ম্যানেজার ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সহযোগীতায় ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, অর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ঢাকা। বাস্তবায়নে ছিলেন বেসিক সংস্থার ফুলবাড়ী।ভোরের আকাশ/জাআ