ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫ ০১:৪৫ পিএম
ছবি: ভোরের আকাশ
ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপন করা হয়েছে।
শনিবার সকাল ১১ টায় পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে জুলাই অভ্যুত্থানের সময় ফরিদপুরে নিহত সাত শহীদের নামে সাতটি গাছ রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, সিভিল সার্জন মাহমুদুল হাসান, জেলা বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভুইয়া।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) ১নং যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক নাইমুল ইসলাম, মুখপাত্র জেবা তহসিন এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় তারা ফলজ বনজ ও ঔষধি গাছ রোপন করা হয়।
অনুষ্ঠান পরবর্তী শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
ভোরের আকাশ/জাআ