টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫ ০৮:১৯ পিএম
ছবি : ভোরের আকাশ
সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও অন্তর্বর্তী সরকারের ‘নির্লিপ্ততার’ ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিরুদ্ধে ষড়যন্ত্র করার প্রতিবাদে গাজীপুরের গাছা থানার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমানের নেতৃত্বে বিশাল এক বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে গাছার বড়বাড়ি মির্জাপুর ফিলিং স্টেশনে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতারা জড়ো হন। পরে একত্রিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মিছিলটি বোড বাজার গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শুভ দাস, সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, হৃদয় মাহমুদ শুভ, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন হৃদয়,টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক পারভেজ, গাছা মেট্রো থানা ছাত্রদলের সাবেক সদস্য আতিক উল্লাহ খান, টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল হক সাগরসহ হাজারো ছাত্রদলের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতা মোমিনুর রহমান বলেন, আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সৈনিকেরা রাজপথে কঠোর আন্দোলন করার মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়েছিল। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের ছাত্র নেতারা এক সঙ্গে সর্বোচ্চ চেষ্টা করে এই আন্দোলন সংগ্রাম সফল করেছি। কিন্তু ৫ আগস্টের পর থেকে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর আস্ফালন বেড়ে গেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে যারা, তারা দেশ ও জনগণের শত্রু।
তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগলেও অন্তর্বর্তী সরকার উদাসীন ভূমিকা পালন করছে। বক্তারা এই ‘নীরবতা’র তীব্র প্রতিবাদ জানান।
ভোরের আকাশ/এসএইচ