সংগৃহীত ছবি
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত নারীর নাম নার্গিস খাতুন (৫৫)। তিনি পাবনা জেলার সুজানগর এলাকার বাসিন্দা।
এর আগে গত ৫ সেপ্টেম্বর রাত ২টার দিকে জ্বর ও অন্যান্য সমস্যা নিয়ে রামেক হাসপাতালের ৩০নং ওয়ার্ডে ভর্তি হন নার্গিস। তিনি ৭ দিন ধরে জ্বরে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সোমবার সেখানেই সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
রামেক সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে এক শিশুসহ ২৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৭ জন নারী ও দুজন শিশু রয়েছেন। তারা সবাই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন।
রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, চলতি মৌসুমে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬১ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৫২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ৮ জন মৃত্যুবরণ করেছেন। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
নওগাঁর পত্নীতলায় মিনি ম্যারাথন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে ভোরের ডাক ব্যায়াম সংগঠনের দশম বর্ষপূর্তি উপলক্ষে মিনি ম্যারাথনের আয়োজন করে সংগঠনটি।এ সময় সংগঠনের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এস এম খালিদ সাইফুল্লাহ, প্রাণিসম্পদ অফিসার ডা.আশিষ কুমার দেবনাথ, উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল ইসলাম, রাইগাঁ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আরিফুর রহমান সরদার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পত্নীতলা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. সাজেদুর রহমান দুলাল, দি হাঙ্গার প্রজেক্টের এলাকার সমন্বয়কারী মো. আসির উদ্দীন প্রমুখ।মিনি ম্যারাথনটি নজিপুর বাসস্ট্যান্ড হতে মাতাজিহাট পর্যন্ত প্রায় ১০.৫ কিলোমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত হয়। এতে ফুটবলার নান্টু রহমান চ্যাম্পিয়ন অর্জন করেন। রোকনুজ্জামান প্রথম রানারআপ, তানভীর হোসেন দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন।ভোরের আকাশ/জাআ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) মরদেহ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) উপজেলার আমলাব এলাকার মুন্সি ফিলিং স্টেশনের সামনে এ মরদেহ পাওয়া যায়।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারিকুল ইসলাম বলেন, উপজেলার আমলাব মুন্সি ফিলিং স্টেশনের সামনে অজ্ঞাত এক পুরুষের (৫৫) মরদেহ পড়ে থাকতে দেখে ফিলিং স্টেশনের লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢাকা-সিলেট মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।ভোরের আকাশ/জাআ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলাধীন ৪নং জাওয়ার ইউনিয়নের বোরগাঁও মোহাম্মাদীয়া দারুস সালাম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চলা এই ক্যাম্প ঘিরে এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও আগত রোগীদের ভীড়।মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের এমপি পদপ্রার্থী প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান এবং তার সঙ্গে থাকা অভিজ্ঞ মেডিকেল টিম। মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তির অধিকারকে প্রাধান্য দিয়ে গরিব, অসহায় মানুষের মাঝে তিনি নিজ হাতে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করেন ও পরামর্শ দেন।ডা. জেহাদ খান বলেন, “আমার প্রতিশ্রুতি তিনটি: ১. ইনসাফভিত্তিক সমাজ গঠন ২. দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা তৈরি ৩. শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নে জনগণের অধিকার নিশ্চিত করা।”মেডিকেল ক্যাম্পে কার্ডিওলজি, মেডিসিন এবং গাইনী এই তিন ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের সেবা প্রদান করেন। ফলে স্থানীয় মানুষজন প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা হাতের নাগালেই পেয়েছেন।বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমীর মো. হাবিবুর রহমান জানান, “মানুষের জন্য মানবিক সেবা নিশ্চিত করতেই এ আয়োজন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সঠিক চিকিৎসা পরামর্শ দেওয়া এই ক্যাম্পের প্রধান লক্ষ্য।”কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার রাজনৈতিক সম্পাদক মীর সেলিম রেজা, কর্মপরিষদ সদস্য আশরাফুল হক আলমগীর, হাফেজ আমিনুর রহমান মাসুমসহ অন্যান্য নেতৃবৃন্দ। তাদের উপস্থিতিতে আয়োজনটি আরও গতিময় হয়ে ওঠে।এছাড়াও মেডিকেল ক্যাম্পে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব, আলেম, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/জাআ
'কর্মস্থলে ডায়বেটিস সচেতনতা গড়ে তুলুন,- এই প্রতিপাদকে সামনে রেখে জামালপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।শনিবার (১৫ নভেম্বর) সকাল ৮ টায় জামালপুর ডায়াবেটিস হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জামালপুর ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, নির্বাহী সদস্য নজরুল ইসলাম, সাংবাদিক এম এ জলিল, ইসলামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আহমদ আলী, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে।এ সময় বক্তারা পরিমিত খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম চর্চা ও দুশ্চিন্তা মুক্ত থেকে কায়িক শ্রমের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে সুস্থভাবে জীবন যাপন করার বিষয়ে আলোকপাত করা হয়।পরে মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি এলাকায় ডায়াবেটিস রোগীদের জন্য ফ্রি হেল্থ ক্যাম্পের ব্যবস্থা করা হয়।ভোরের আকাশ/জাআ