ছবি : ভোরের আকাশ
কুড়িগ্রামে জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানে ৬ শহীদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম কালেক্টরেট চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এ সময় পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজজা রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জাতীয় নাগরিক পার্টির আহবায়ক মুকুল মিয়া, পাবলিক প্রসিকিউটর বজলুর রশিদ, ৬ শহীদ পরিবারের সদস্যগণ, গণঅঅভ্যুত্থানে অংশ নেয়া জুলাই যোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি সংস্কারে বিশ্বাস করে তবে কুসংস্কারে না। সংস্কারের নামে কুসংস্কার চলবে না।শনিবার (১৯ জুলাই) বিকালে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মোড়ে জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।গয়েশ্বর চন্দ্র রায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ করে বলেন, আপনি কথা দিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন, নির্বাচনের আয়োজন করুন। কেউ যদি চাপ দেয় বা বাধা দেয় বিএনপি আপনার পাশে থাকবে। পিআর (আনুপাতিক হারে) নির্বাচন পদ্ধতি বিশ্বের অন্যান্য দেশে ভালো হলেও আমাদের দেশে এটা কোনো সিস্টেম নয়। আমাদের সংস্কৃতিতে এ পদ্ধতি মানানসই নয়। পিআর হলো পেছনের রাস্তা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা।শিবপুর উপজেলা বিএনপির সভাপতিত আবুল হারিজ রিকাবদারের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক এমপি খায়রুল কবির খোকন, মনোহরদী-বেলাবো আসনের সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার প্রমুখ।ভোরের আকাশ/এসএইচ
গোটা দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানকে বিরুদ্ধে অপপ্রচার, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট এবং বিভিন্ন গুপ্ত সংগঠনের পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে গাজীপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ জুলাই) বিকেলে গাজীপুর চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে নাওজোড় এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।গাজীপুর মহানগর ছাত্র দলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ডের বিপুল সংখ্যক ছাত্রের নেতাকর্মী উপস্থিত ছিলেন।বিক্ষোভ সমাবেশে গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন বলেন, দেশের শিক্ষাঙ্গন ও যুব সমাজকে বিপথগামী করার উদ্দেশ্যে একের পর এক ষড়যন্ত্র চালাচ্ছে কিছু গুপ্ত সংগঠন। এর মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করে সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চলছে।তারা আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়ার এই ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরনের অপচেষ্টা মোকাবিলায় গাজীপুর মহানগরসহ দেশের সকল জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠান-ভিত্তিক ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে।মিরন বলেন, সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়া হচ্ছে। এসব অপচেষ্টা গুপ্ত রাজনৈতিক চক্রান্তের অংশ।গাজীপুর মহানগর ছাত্র দলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, দেশজুড়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। বিচারবহির্ভূতভাবে জনতাকে ব্যবহার করে ‘মব জাস্টিস’-এর ঘটনা ঘটছে। ব্যবসা-বাণিজ্যে লুটপাট চলছে, অথচ আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চুপ। সরকারের নির্লিপ্ততায় মানুষের জীবন-সম্পদ আজ নিরাপদ নয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন আবারও সক্রিয় হয়ে উঠছে এবং বিভিন্ন স্থানে অপকর্ম চালাচ্ছে। জুলাই অভ্যুত্থানের ঘটনায় অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করা হয়নি, যা প্রশাসনের ব্যর্থতার জ্বলন্ত প্রমাণভোরের আকাশ/এসএইচ
জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।শনিবার (১৯ জুলাই) জোহরের নামাজের পর টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এম এইচ আরিফ, ছাত্রদল নেতা ফজলে রাব্বি, মো: আরিফ, কারিমুল্লাহ,বিজয়, ইকবাল হোসেন অবি, রাইয়ান,জুয়েল, সাদিম,ইমন, কায়েস, সাব্বির, জুবায়ের, অমিত,সিফাফ, নাফিও,মামুন, সানি,ইফতি ও ইউনুস প্রমুখ।দোয়া মাহফিলে গণঅভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।ভোরের আকাশ//হ.র
সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও অন্তর্বর্তী সরকারের ‘নির্লিপ্ততার’ ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ জুলাই) বিকেলে টঙ্গী পূর্ব থানার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতারা আশরাফ সেতুর সামনে এসে জড়ো হন। পরে একত্রিত হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডে সংক্ষিপ্ত সমাবেশে শেষ করা হয়।গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণের নির্দেশনায় টঙ্গী পূর্ব থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগ এ বিক্ষোভ মিছিল করা হয়।টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম কালা,টঙ্গী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভেন্ডার, সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সানি, যুবদল নেতা মশিউর রহমান,কর্মজীবি দলের নেতা আইয়ুব মিয়া, বিএনপি নেতা এডভোকেট শহিদুল ইসলাম, ফারুক গাজী, আলী বাবুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা।সমাবেশে বক্তৃতা বলেন, ৫ আগস্টের পর থেকে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর আস্ফালন বেড়ে গেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে যারা, তারা দেশ ও জনগণের শত্রু।তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগলেও অন্তর্বর্তী সরকার উদাসীন ভূমিকা পালন করছে। বক্তারা এই ‘নীরবতা’র তীব্র প্রতিবাদ জানান।ভোরের আকাশ//হ.র