শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৫ ১০:৪৯ এএম
ছবি : ভোরের আকাশ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনআনি বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক তিনবারের এমপি মাহমুদুল হক রুবেল।
শুক্রবার (১৮ জুলাই) গভীর রাতে ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারের ব্রিজ পারে আগুন লেগে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে সাবেক এমপি মাহমুদুল হক রুবেল শনিবার (১৯ জুলাই) রাতে বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে তিনানী বাজারে আসেন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করে পুড়ে যাওয়া দোকান মালিকদের সাথে কথা বলে সার্বিক খোঁজ খবর নেন। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। এ সময় হাতিবান্ধা ও মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে ছিলেন।
পরিদর্শন শেষে সাবেক এমপি স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। অন্যরা অপকর্ম করে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে। কেউ যদি চাঁদাবাজি বা অন্যকোন অপকর্ম করতে আসে তাকে আটক করে পুলিশে দেন, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমিসহ আমার দল বিএনপি আপনাদের পাশে আছি।
ভোরের আকাশ/এসএইচ