× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুন ২০২৫ ১১:৩৬ পিএম

বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন

বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন

বাংলাদেশে সরকারি খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা অনুমোদন করেছে বিশ্বব্যাংক। শনিবার (১৪ জুন) সংস্থাটির নির্বাহী পরিচালনা পর্ষদ এ অর্থায়নের অনুমোদন দেয়।

‘স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি (এসআইটিএ)’ শীর্ষক এই প্রকল্পের আওতায় রাজস্ব ব্যবস্থাপনা, সরকারি বিনিয়োগ পরিকল্পনা, ক্রয় প্রক্রিয়া এবং আর্থিক নিরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন করা হবে। এর লক্ষ্য হলো সরকারি কাঠামোতে প্রযুক্তিনির্ভর স্বচ্ছতা নিশ্চিত করা ও সেবার মান বাড়ানো।

এই প্রকল্পে পাঁচটি প্রধান সরকারি প্রতিষ্ঠানের দক্ষতা ও প্রশাসনিক কাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো—বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পরিকল্পনা বিভাগ, সরকারি ক্রয় কর্তৃপক্ষ (সিপিপি) এবং মহাহিসাব নিরীক্ষকের দপ্তর (সিএজি)।

বাংলাদেশে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, “ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এই প্রকল্পের অন্যতম প্রধান দিক। এটি শুধু স্বচ্ছতা বাড়াবে না, দুর্নীতি হ্রাসেও কার্যকর ভূমিকা রাখবে। এতে একটি আধুনিক ও দায়িত্বশীল সরকারি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “এই উদ্যোগের ফলে সরকারি সেবার মান বাড়বে এবং জনসাধারণের কাছে সেবার প্রবেশগম্যতা সহজ হবে, যা সরকারি প্রতিষ্ঠানের প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সহায়ক হবে।”

এদিকে, বিশ্বব্যাংক জানিয়েছে, এসআইটিএ প্রকল্পের পাশাপাশি আরও একটি নীতিগত উন্নয়ন ঋণ নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চলছে। জুনের শেষদিকে এ প্রস্তাব পর্ষদের সামনে উপস্থাপন করা হবে। প্রস্তাবিত ঋণ থেকে রাজস্ব আহরণ ব্যবস্থার সংস্কার, ব্যাংক খাত উন্নয়ন, সরকারি বিনিয়োগ, সামাজিক সেবা এবং নিরীক্ষা ও জবাবদিহিতা কাঠামোর উন্নয়ন সম্ভব হবে।

প্রকল্পটির প্রধান অর্থনীতিবিদ ও দলনেতা সুলেমানে কুলিবালি বলেন, “এই পাঁচটি প্রতিষ্ঠানের যৌথ অংশগ্রহণ সরকারের প্রশাসনিক কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। এটি একটি টেকসই অর্থনৈতিক কাঠামো তৈরিতে সহায়ক হবে।”

তিনি আরও যোগ করেন, “এসআইটিএ প্রকল্প এবং প্রস্তাবিত উন্নয়ন ঋণ একে অপরের পরিপূরক। এগুলো সরকারের আর্থিক ব্যবস্থাপনা ও কার্যকর সেবাপ্রদানে প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করবে।”

উল্লেখ্য, স্বাধীনতা-পরবর্তী সময়ে বাংলাদেশে বিশ্বব্যাংক অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করছে। এ পর্যন্ত সংস্থাটি বাংলাদেশকে ৪৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অনুদান ও স্বল্পসুদে ঋণ দিয়েছে।

 

ভোরের আকাশ/হ.র

  • শেয়ার করুন-
চারদিনের সফরে ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

চারদিনের সফরে ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

বিশ্বব্যাংকের সহায়তায় হবে গুণগত মান যাচাই

বিশ্বব্যাংকের সহায়তায় হবে গুণগত মান যাচাই

এনবিআরে হচ্ছেটা কী

এনবিআরে হচ্ছেটা কী

স্থিতিশীল রাজনৈতিক সরকারের অপেক্ষায় বিনিয়োগকারীরা

স্থিতিশীল রাজনৈতিক সরকারের অপেক্ষায় বিনিয়োগকারীরা

 কোন কুচক্রী মহল ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকাতে পারবে না: দুদু

কোন কুচক্রী মহল ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকাতে পারবে না: দুদু

 ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৪২৯ জন হাসপাতালে

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৪২৯ জন হাসপাতালে

 চলতি বছর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিনটি সামরিক মহড়া হবে

চলতি বছর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিনটি সামরিক মহড়া হবে

 মৌলিক সংস্কারের ‘বেশিরভাগ’ বিষয়ে ঐকমত্য হয়েছে: আলী রীয়াজ

মৌলিক সংস্কারের ‘বেশিরভাগ’ বিষয়ে ঐকমত্য হয়েছে: আলী রীয়াজ

 সেপ্টেম্বরের শুরুতেই ডাকসু নির্বাচন, তফসিল ২৯ জুলাই

সেপ্টেম্বরের শুরুতেই ডাকসু নির্বাচন, তফসিল ২৯ জুলাই

সংশ্লিষ্ট

ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হলেন মিজানুর রহমান

ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হলেন মিজানুর রহমান

খুলনায় কমিউনিটি ব্যাংকের মাধ্যমে কেএমপি'র ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন

খুলনায় কমিউনিটি ব্যাংকের মাধ্যমে কেএমপি'র ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন

তুলাসহ গার্মেন্টস শিল্পে ব্যবহৃত বিভিন্ন কাঁচামালে উৎসে কর প্রত্যাহার

তুলাসহ গার্মেন্টস শিল্পে ব্যবহৃত বিভিন্ন কাঁচামালে উৎসে কর প্রত্যাহার

জুলাইয়ের প্রথম ১৬ দিনে রেমিট্যান্স ১৪২ কোটি ডলার

জুলাইয়ের প্রথম ১৬ দিনে রেমিট্যান্স ১৪২ কোটি ডলার