ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫ ১১:৫২ পিএম
এইচএসসি খাতা মূল্যায়নে অনিয়ম: ৮ পরীক্ষককে কারণ দর্শানোর নোটিশ
চলমান এইচএসসি পরীক্ষায় খাতা মূল্যায়নে গোপনীয়তা লঙ্ঘন ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে আটজন পরীক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিও ও ছবিতে দেখা যায়, বাংলা, ইংরেজি, গণিত, উচ্চতর গণিত ও ইসলাম শিক্ষা বিষয়ের উত্তরপত্র শিক্ষার্থীদের দিয়ে মূল্যায়নের অংশ বিশেষ—বিশেষ করে বৃত্ত পূরণ করানো হচ্ছে। প্রাথমিক তদন্তে এসব অভিযোগের সত্যতা মেলায় বোর্ড সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, পরীক্ষকের দায়িত্বে থেকে উত্তরপত্রের গোপন অংশ শিক্ষার্থী বা অন্য কাউকে দিয়ে মূল্যায়ন করানো গুরুতর শাস্তিযোগ্য অপরাধ। এতে শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং পরীক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। অভিযুক্তদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
কারণ দর্শানোর চিঠি পেয়েছেন—
বোর্ড জানায়, এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন একটি অত্যন্ত গোপনীয় ও সংবেদনশীল প্রক্রিয়া। সেখানে কোনো ধরনের গাফিলতি বা নিয়ম ভঙ্গ গ্রহণযোগ্য নয়। এ ধরনের অনিয়ম ভবিষ্যতে রোধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
চিঠির অনুলিপি সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছেও পাঠানো হয়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, এ ঘটনায় প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিষয়গুলো আরও গভীরভাবে পর্যালোচনার জন্য কেন্দ্রীয়ভাবে একটি তদন্ত কমিটি গঠনের চিন্তাভাবনা চলছে।
ভোরের আকাশ//হ.র