বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫ ০২:৪৮ পিএম
ফাইল ছবি
বিতর্ক আর মাইনুল আহসান নোবেল যেনো একে অপরের পরিপূরক। কিছুদিন আগে ইডেন কলেজের ছাত্রীকে নির্যাতনের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যান তিনি। মদ্যপ অবস্থায় গাড়ি চালককে মারধরের অভিযোগে রাজধানীর কল্যাণপুর থেকে নোবেলকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে তাকে আটক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান।
তিনি বলেন, মধ্যরাতে মদ্যপ অবস্থায় উবার চালকের সঙ্গে মারামারি করেন কণ্ঠশিল্পী নোবেল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। সব কিছু যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কার ভাড়া করে স্ত্রী সালসাবিলসহ হাবুলের পুকুর পাড় এলাকায় আসেন নোবেল। গন্তব্যস্থলে যাওয়ার পরও নোবেল গাড়ি থেকে নামতে চান না। এ সময় তিনি উদ্ভট কথাবার্তা ও গালাগালি করতে থাকেন। একপর্যায়ে নোবেল উত্তেজিত হয়ে চালককে মারধর করেন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নোবেল ও গাড়ি চালককে আটক করে।
উল্লেখ্য, গত ২০ মে তাকে নারী নির্যাতনের মামলায় গ্রেফতার করা হয় নোবেলকে। এরপর সেই নারীর সঙ্গে আদালতের নির্দেশে ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরে ২৪ জুন নারী নির্যাতনের মামলায় জামিন পান নোবেল।
ভোরের আকাশ/এসএইচ