বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫ ০১:১৬ এএম
টিভি শো’তে সঞ্চালকের সর্বোচ্চ পারিশ্রমিক পেতে যাচ্ছেন অমিতাভ বচ্চন!
জনপ্রিয় রিয়ালিটি শো ‘কন বানেগা ক্রোড়পতি’ (কেকেকে) ১৭তম সিজনে আবারও সঞ্চালকের আসনে ফিরছেন বলিউডের মহারথী অমিতাভ বচ্চন। ২০০০ সালে প্রথম শুরু হওয়া এই কুইজ শো আজও দর্শকের মধ্যে সমান জনপ্রিয়তা ধরে রেখেছে। আর এর পেছনে অন্যতম প্রধান কারণ হিসেবে গণ্য করা হয় বচ্চনের স্বতঃস্ফূর্ত ব্যক্তিত্ব এবং তার অনবদ্য সঞ্চালনা ক্ষমতাকে।
শুধু তাই নয়, সম্প্রতি নতুন সিজনের প্রোমো প্রকাশ পেয়েছে, যা সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। নিয়মিত দর্শকরা অপেক্ষায় আছেন ১১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া নতুন সিজন দেখার জন্য।
সর্বাধিক আলোচনা হয় শো-র সঙ্গে বচ্চনের পারিশ্রমিক নিয়ে। বলিউডের গুঞ্জন হচ্ছে, প্রতি পর্বে তিনি ৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। সপ্তাহে পাঁচদিন অনুষ্ঠান সম্প্রচার হলে, তার সপ্তাহিক আয় দাঁড়াতে পারে ২৫ কোটি রুপির মতো। এই পরিমাণ পারিশ্রমিক ভারতের টেলিভিশন ইতিহাসে একেবারে সর্বোচ্চ হতে চলেছে।
তবে এখনও চ্যানেল বা প্রযোজনা সংস্থা থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি, তাই এই তথ্য গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে। তবে সত্যি হলে অমিতাভ বচ্চন টেলিভিশনের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত সঞ্চালকের মর্যাদা পেয়ে যাবেন।
উল্লেখ্য, ‘কন বনেগা ক্রোড়পতি’র সঙ্গে বচ্চনের দীর্ঘ সম্পর্ক দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে এবং এই জনপ্রিয়তা এখনো অক্ষুণ্ণ রয়েছে।
সূত্র: দ্যা ওয়াল
ভোরের আকাশ//হ.র