× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবিতে ৩৪ জনের মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ জুলাই ২০২৫ ১২:৪৬ এএম

ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবিতে ৩৪ জনের মর্মান্তিক মৃত্যু

ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবিতে ৩৪ জনের মর্মান্তিক মৃত্যু

ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য হা লং বে-তে ভয়াবহ নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৪ জন। শনিবার (স্থানীয় সময়) দুপুরে আকস্মিক ঝড় ও খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখনও নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন।

সীমান্তরক্ষী বাহিনী এবং নৌবাহিনীর যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ‘ওয়ান্ডার সিজ’ নামের ওই পর্যটকবাহী নৌকাটিতে মোট ৫৩ জন যাত্রী ছিলেন। হ্যানয় থেকে আসা বেশিরভাগ যাত্রীই স্থানীয় ভিয়েতনামি পরিবার। হঠাৎ করে শুরু হওয়া ঝড়, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের মুখে পড়ে নৌকাটি ডুবে যায়।

উদ্ধারকাজে অংশগ্রহণকারী কর্মীরা জানান, টানা ভারী বৃষ্টিপাত উদ্ধার তৎপরতায় বিঘ্ন সৃষ্টি করছে। তবে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে বলেন, “দুপুর ২টার দিকে হঠাৎ করে আকাশ কালো হয়ে আসে, এরপর শুরু হয় প্রবল ঝড় ও বজ্রপাত।”
বিশেষ এক ঘটনা হিসেবে, ১৪ বছর বয়সী এক কিশোরকে উল্টে যাওয়া নৌকার ভেতরে থাকা এয়ার পকেট থেকে চার ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়। এছাড়াও, ১০ বছর বয়সী আরেক শিশুকে উদ্ধার করে স্থানীয় বাই চাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল।

ভিয়েতনামী সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেস জানিয়েছে, এখন পর্যন্ত উদ্ধার হওয়া মৃতদেহগুলোর মধ্যে অন্তত আটজন শিশু রয়েছে।

ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কেউ আইন ভঙ্গ করে থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, কোয়াং নিন প্রদেশের হা লং বে ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। শত শত দ্বীপপুঞ্জ ঘেরা এই অঞ্চল প্রতিবছর লাখো পর্যটককে আকর্ষণ করে। ২০১৯ সালে প্রায় ৪০ লাখ পর্যটক এই স্থানে ভ্রমণ করেছিলেন।

সাম্প্রতিক এই দুর্ঘটনা নতুন করে ওই অঞ্চলের পর্যটন নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 হাসপাতাল থেকে বাসা ফিরে যা জানালেন জামায়াত আমির

হাসপাতাল থেকে বাসা ফিরে যা জানালেন জামায়াত আমির

সংশ্লিষ্ট

বয়সজনিত শিরার সমস্যায় আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প

বয়সজনিত শিরার সমস্যায় আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প

ইরানে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত বহু

ইরানে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত বহু

অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মোদির

অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মোদির

গাজায় যুদ্ধের মাঝেও মাধ্যমিক পরীক্ষা: প্রথমবারের মতো অনলাইন আয়োজন

গাজায় যুদ্ধের মাঝেও মাধ্যমিক পরীক্ষা: প্রথমবারের মতো অনলাইন আয়োজন