সংগৃহীত ছবি
কোনো কারণ দর্শানো ছাড়া বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ৪২ জেলা প্রতিনিধিকে চাকরি থেকে বহিষ্কারের আদেশ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে আবেদন অনুযায়ী বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) তাদের চাকরি পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া অন্য এক জেলা প্রতিনিধির চাকরির মেয়াদ শেষ হওয়ায় তার বকেয়া বেতন-ভাতাসহ পাওনা অর্থ পরিশোধ করতে বলেছেন আদালত।
এ সংক্রান্ত বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বুধবার (৩ সেপ্টেম্বর) হাইকোর্টের বেঞ্চ এই রায় দেন।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
গত শনিবার জাতীয় প্রেস ক্লাবে একজন সিনিয়র সাংবাদিকসহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সভা-সমাবেশে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ ও নাজেহাল করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।সোমবার (৩ নভেম্বর) বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী ও ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যৌথ বিবৃতিতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবীসহ সংশ্লিষ্ট সকলকে সাংবাদিকদের সঙ্গে সংযত আচরণের আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকদের পেশাগত প্রতিষ্ঠান জাতীয় প্রেস ক্লাব অঙ্গনে এ দেশের ইতিহাসের অনেক অধ্যায় রচিত হয়েছে। রাজপথে দাঁড়াতে না পেরে অথবা আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া খেয়ে রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী ও সংস্কৃতিসেবীরা প্রেস ক্লাবে অবস্থান নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করেছেন।নেতৃবৃন্দ বলেন, জাতীয় প্রেস ক্লাব সাংবাদিকদের সেকেন্ড হোম। প্রেস ক্লাবকে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার। স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশে বহুগণতান্ত্রিক উত্থান-পতনের সাক্ষী এই জাতীয় প্রেস ক্লাব। প্রতিষ্ঠানটি একান্তভাবে পেশাদারদের হলেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা পালনকারী রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিসহ সমাজের বিশিষ্টজনকে মেহমানদারি করা সাংবাদিকদের রেওয়াজের অংশ।এজন্য রাজনৈতিক নেতারাসহ জনপ্রতিনিধি বা বিশিষ্টজনরা প্রেস ক্লাবে আসলে সাংবাদিকরা তাদের পাশে থাকেন এবং সর্বাত্মক সহযোগিতা করেন। কিছু কিছু রাজনৈতিক নেতা এটাকে ধারণ করতে ব্যর্থ হন। সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে একজন সিনিয়র সাংবাদিকের সাথে একজন রাজনৈতিক নেতা যে অশোভন আচরণ করেছেন, এটাকে চরম অসভ্যতা বলে আমরা মনে করছি। এ ঘটনায় সাংবাদিক সমাজে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা স্মরণে রেখে আগামীতে আরো সতর্ক ও সংযত হওয়ার আহ্বান জানান।ভোরের আকাশ/এসএইচ
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাংগঠনিক সম্পাদক শহীদ রানার বাবা চান গাজী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে রাজধানীর খিলক্ষেতে নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। বৃহস্পতিবার বাদ আসর তার প্রথম নামাজের জানাজা খিলক্ষেত বটতলা জামে মসজিদে অনুষ্ঠিত হবে।ভোরের আকাশ/এসএইচ
মো. মাজাহারুল ইসলামকে চিফ এবং জাফরুল আলমকে ডেপুটি চিফ করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) দৈনিক ভোরের আকাশ ইউনিট গঠন করা হয়েছে।বুধবার (১ অক্টোবর) অফিস কার্যালয়ে পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউনিট গঠন করা হয়।সভায় উপস্থিত ছিলেন পত্রিকার বার্তা সম্পাদক মোস্তফা তারিক আল বান্না, মফস্বল বার্তা সম্পাদক আলম হোসেন, সিনিয়র রিপোর্টার মো. মাজাহারুল ইসলাম, সিনিয়র সম্পাদনা সহকারী কাজী তাজিম উদ্দিন, সিনিয়র সাব-এডিটর জাফরুল আলম, সিনিয়র সাব-এডিটর মু. সালেহীন খান প্রমুখ।সভায় ডিইউজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মো. মাজাহারুল ইসলামকে ইউনিট চিফ ও জাফরুল আলমকে ডেপুটি ইউনিট করে কমিটি গঠন করা হয়।ভোরের আকাশ/এসএইচ
দুর্গাপূজা উপলক্ষ্যে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য কমপক্ষে ২ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারির দাবিতে স্মারকলিপি দিয়েছে জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ।রোববার (২৮ সেপ্টেম্বর) সংগঠনের পক্ষ থেকে সদস্যসচিব মো. মিয়া হোসেন স্বাক্ষরিত একটি স্মারকলিপি তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলমকে প্রদান করা হয়।স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সরকার দুর্গাপূজার দিনে ১ ও ২ অক্টোবর ছুটি ঘোষণা করেছে। ছুটির সাথে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিত হলে মোট চারদিন ছুটি হয়। তবে গণমাধ্যমের সাংবাদিকরা একদিনও ছুটি পান না। সরকারি নির্দেশ না থাকায় গণমাধ্যম মালিকদের বিভিন্ন সংস্থা নিজেদের মতো করে ছুটি প্রদান করেন এবং ছুটির দিনে বিশেষ ব্যবস্থায় কাজ করালে যথাযথ পারিশ্রমিকও দেন না।এ পরিস্থিতিতে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মৌলিক অধিকার সুরক্ষার জন্য স্মারকলিপিতে দাবি জানানো হয়েছে-১. দুর্গাপূজা উপলক্ষে সরকার ঘোষিত ছুটির অংশ হিসেবে গণমাধ্যমে দুইদিনের ছুটি প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করা।২. ছুটির দিনে যদি কোনো গণমাধ্যমে বিশেষ ব্যবস্থায় কাজ করানো হয়, তবে সেই সময়ের জন্য দ্বিগুণ মজুরি নগদে প্রদান নিশ্চিত করার নির্দেশ প্রদান।ভোরের আকাশ/এসএইচ