ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫ ০৯:২৪ এএম
ফাঁসি, নির্যাতনের পরও জামায়াত পালায় নাই: এটিএম আজহারুল ইসলাম
জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ইসলামী আন্দোলনকে ফাঁসি ও নির্যাতন করে শেষ করা যায় না। আজকে কারা পালিয়েছে, জামায়াত পালায় নাই। জামায়াতের নেতারা পালায় না। আমাদেরকে উপড়ে ফেলতে পারবেন না। যাদের ঠিকানা অন্য দেশে, তারা পালিয়ে গেছে।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে এসব কথা বলেন তিনি।
এটিএম আজহারুল ইসলাম বলেন, ১৪ বছর জালিমের কারাগারে বন্দি ছিলাম। আমিও নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছি। আমি ফাঁসির কাষ্ঠ থেকে থেকে আজ লাখো জনতার এই মহাসমুদ্রে উপস্থিত হতে পেরেছি। আমাকে হত্যার আয়োজন করা হয়েছিল।
তিনি বলেন, সরকারকে বলতে চাই, আমাদের ১০ জন ভাইকে কারাগারে হত্যার ঘটনায় যারা জড়িত তাদের বিচার করতে হবে। তারা শোষণ নির্যাতন থেকে মানুষকে মুক্ত করতে চেয়েছিল এটাই তাদের অপরাধ। তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে।
জামায়াতে ইসলামী সৎ লোক তৈরির চেষ্টা করছে উল্লেখ করেএটিএম আজহারুল ইসলাম বলেন, তাদের (জামায়াতের) মন্ত্রীরা পাঁচ বছরের শাসনে কোনো দুর্নীতির প্রমাণ দেননি। এ ধরনের সৎ লোকেরাই যদি আগামী নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসেন এবং সংসদে আল্লাহর আইন পাস করেন, তাহলে অবশ্যই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।
তিনি বলেন, এ ৫৪ বছরে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয়নি, জনগণের নেতার ভাগ্যে পরিবর্তন হয়েছে, তাদের অনেক বাড়ি-গাড়ি হয়েছে, কিন্তু জনতার ভাগ্যের পরিবর্তন হয়নি।
ভোরের আকাশ/এসএইচ