ভূমধ্যসাগরে মারা যাওয়া সাত বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে ইতালির রাজধানী রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
তারা হলেন- মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন ও জয় তালুকদার ওরফে রতন। একই উপজেলার ঘটকচর গ্রামের সাফায়েত ও মোস্তফাপুর গ্রামের জহিরুল।
এছাড়া মাদারীপুর সদর উপজেলার বাপ্পী নামের একজনকে শনাক্ত করা গেলেও তার গ্রামের তথ্য পাওয়া জায়নি।
মৃতদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ। এছাড়া কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার সাইফুল নামের একজনকে শনাক্ত করা গেলেও তার গ্রামের তথ্য পাওয়া জায়নি।
রোববার (৩০ জানুয়ারি) রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এসব তথ্য প্রকাশ করেছে।
দূতবাস বলছে, মরদেহগুলো সিসিলি প্রদেশের এগ্রিজেন্তো এলাকার মর্গে আছে। মরদেহগুলো বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে।
গত ২৫ জানুয়ারি লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে যাওয়ার পথে অতিরিক্ত ঠান্ডায় এই ৭ বাংলাদেশি মারা যান।
ইতালির কর্তৃপক্ষের কাছ থেকে তাদের কোনো পরিচয় পাওয়া যায়নি। তাদের শনাক্ত করার কোনো নথি না থাকায় শনাক্তকরণ প্রক্রিয়ায় জটিলতা দেখা দেয়।
উদ্ধারকারীদের পাশাপাশি ল্যাম্পেডুসায় পৌঁছা অন্য বাংলাদেশিদের সঙ্গে কথা বলে দূতাবাস কর্মকর্তারা তাদের পরিচয় নিশ্চিত হয়েছেন।
তাদের মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করতে এখন স্বজনদের মাধ্যমে পরিচয় নিশ্চিত হতে হবে।এজন্য মৃতদের পরিবারকে তাদের জেলা প্রশাসকের কার্যালয় বা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বা ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
দূতাবাসের ই-মেইল : [email protected]।
ইতালির রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মন্তব্য