-->
শিরোনাম
ইউক্রেনে যুদ্ধ

‘আটকেপড়া বাংলাদেশিদের দুই দিন থাকতে দেবে রোমানিয়া’

নিজস্ব প্রতিবেদক
‘আটকেপড়া বাংলাদেশিদের দুই দিন থাকতে দেবে রোমানিয়া’
ইউক্রেনে রাশিয়ার হামলা। ছবি-ভয়েস অব আমেরিকা

ইউক্রেনে যুদ্ধ চলতে থাকায় রোমা‌নিয়া সরকার ইউক্রেনের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থানরত বাংলাদেশিদের দুই দিন থাকার ব্যবস্থা কর‌তে রা‌জি হয়ে‌ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম।

শুক্রবার (২৫ ফেব্রুয়া‌রি) নিজের ফেসবু‌ক পেজে এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেছেন, ‘ইউক্রেনের দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যারা আছেন তারা রোমানিয়ায় যেতে পারেন। রোমানিয়া সরকার দুই দিনের থাকার ব্যবস্থা করবে এবং তারপর বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে রেখে তাদের বাংলাদেশে আসার ব্যবস্থা করা হবে।’

রোমানিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস আরো বিস্তারিত নোটিশ আকারে কিছুক্ষণের মধ্যে প্রকাশ করবে বলেও ফেসবুক পোস্টে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আন্তর্জাতিক অনুরোধের তোয়াক্কা না করে শুক্রবার দ্বিতীয় দিনের মতো ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এরইমধ্যে দেশটির রাজধানী শহর কিয়েভে ঢুকে পড়েছে রাশিয়ার সৈন্যরা। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে।

মন্তব্য

Beta version