-->
শিরোনাম

দক্ষিণ কোরিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ কোরিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত
দক্ষিণ কোরিয়ার সিউলস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে

দক্ষিণ কোরিয়ার সিউলস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে।

অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন।

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীত সহযোগে জাতীয় পতাকা উত্তোলন করেন।

এরপর দূতাবাস কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশ কমিউনিটির সদস্যরা জাতির পিতার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাষ্ট্রদূত।

দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শুরুতেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে জাতির পিতার ৭মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন তাঁর বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিতা বীরাঙ্গনাদের অবদানের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন।

তিনি বলেন, ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণ সমগ্র বাঙালী জাতিকে ঐক্যবদ্ধ করেছিল এবং মুক্তির মন্ত্রে উজ্জীবিত করেছিল।

এরপরে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে আলোচকরা জাতির ইতিহাসে ঐতিহাসিক ৭মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করে।

মন্তব্য

Beta version