মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে ২৫০ রিক্রুটিং এজেন্সি। এর সঙ্গে আগের বাছাই করা ২৫টি রিক্রুটিং এজেন্সির হয়ে কাজ করতে হবে তাদের।
রোববার (১৯ জুন) মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় বাংলাদেশের পাঠানো ১ হাজার ৫২০টি নিয়োগকারী সংস্থা থেকে ২৫০টি কোম্পানিকে বেছে নেবে। এ তালিকা থেকে আগেই ২৫টি কোম্পানিকে বেছে নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে নির্বাচিত ২৫টি কোম্পানির সঙ্গে চুক্তি করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত ২৫টি কোম্পানি একটি কাঠামোর মধ্যে কাজ করবে। এ ২৫ কোম্পানির প্রতিটিতে ১০টি কোম্পানি বরাদ্দ করতে হবে।
শুধুমাত্র ২৫টি কোম্পানির সঙ্গে লেনদেন করবে। কর্মীদের কল্যাণ ও জীবিকা রক্ষার জন্য মনোনীত ২৫টি কোম্পানিতে চেক অ্যান্ড ব্যালেন্স মেকানিজম প্রয়োগ করা হয়েছে। কর্মীদের কল্যাণেই ১০টি থেকে কোম্পানির সংখ্যা ২৫টি করা হয়েছে।
মন্তব্য