চান্দ্রা দরবার শরীফের পীর আল্লামা ড. এস এম হুুজ্জাতুল্লাহ নকশাবন্দী সাইফী বলেছেন, আল্লাহ ও রাসূলের সান্নিধ্য লাভে কোরআন-সুন্নাহ মোতাবেক চলতে হবে। আমরা কোরআন সুন্নাহ উপর আমল করতে পারি। আর কোরআন সুন্নাহর উপর আমল করতে হলে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহর রাস্তায় যেতে হলে আল্লাহর দেওয়া বিধান এবং হাবিবে পাককে মহব্বত করতে হবে। যে যত বেশি আল্লাহর হাবিব (সা:) কে ভালোবাসবে আল্লাহ তাআলা তাকে বেশি কাছে টানে আনবে।
শনিবার (২০ জানুয়ারি) আঞ্জুমানে এশায়াতে সাইফীয়া মুজাদ্দেদীয়া সংযুক্ত আরব আমিরাত কমিটির উদ্যোগে শারজাহ আলী মুসা শাজ্জাহ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ।
আঞ্জুমানে এশায়াতে সাইফীয়া মুজাদ্দেদীয়া সংযুক্ত আরব আমিরাত কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হাবিবুর রহমান হাবিব সভাপতিত্ব করেন। আলহাজ্ব মো. আবদুস সোবাহান বেপারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিরে আলা আঞ্জুমানে এশায়াতে সাইফীয়া মুজাদ্দেদীয়া কমিটি চান্দ্রা দরবার শরীফের পীরে তরিকত হযরতুল আল্লামা আলহাজ্ব ড. এস এম হুুজ্জাতুল্লাহ নকশাবন্দী মুজাদ্দেদী সাইফী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারতের মোহাম্মদ আতিকুল্লাহ খান মুজাদ্দেদী। বক্তব্য দেন, চান্দ্রা দরবার শরীফ ট্রাস্টি বোর্ড ডেপুটি নির্বাহী আলহাজ্ব মোহাম্মদ ফিরোজ আলম সাইফী, আঞ্জুমান সাইফীয়া ইউএই কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল খালেক সাইফি, আঞ্জুমান সাইফীয়া কালবা কমিটির সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. সোহাগ হোসাইন, আঞ্জুমান সাইফীয়া দুবাই কমিটির সভাপতি মোহাম্মদ জুয়েল প্রদানিয়া, আঞ্জুমান সাইফীয়া আজমান কমিটির সভাপতি মো. নবীর হোসাইন, আঞ্জুমান সাইফীয়া সারজা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল হাশেম বেপারী, আঞ্জুমান সাইফীয়া ইউএই কমিটির মোহাম্মদ জাকির হোসেন, কেন্দ্রীয় আঞ্জুমান সাইফীয়া প্রবাসী বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিয়াজুল ইসলাম সাঈফী, মোহাম্মদ তাজুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনা শেষে মো. হাবিবুর রহমান হাবিবকে সভাপতি, মো. আবদুস সোবাহান বেপারীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট আঞ্জুমানে এশায়াতে সাইফীয়া মুজাদ্দেদীয়া সংযুক্ত আরব আমিরাত কমিটি গঠন করা হয়।
ভোরের আকাশ/ সু
মন্তব্য