-->

‘প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স দেশের অর্থনীতিতে বড় চালিকাশক্তি’

সাইফুল ইসলাম তালুকদার, ইউ এ ই
‘প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স দেশের অর্থনীতিতে বড় চালিকাশক্তি’
দুবাইতে মাজিদ রয়েল রেস্টুরেন্ট  উদ্বোধনকালে কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার সহ অতিথিবৃন্দ

দুবাই নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার বলেছেন, প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স দেশের অর্থনীতিতে বড় একটি চালিকাশক্তি হিসেবে কাজ করছে।

 

উন্নত সমৃদ্ধশালী দেশ গড়তে সবাইকে বৈধ চ্যানেলে আরো ব্যাপকভাবে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, বিশ্বে ১৭০ টি দেশের ১ কোটি ৫০ লক্ষ প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স  গত বছরে প্রায় ২২ মিলিয়ন ইউএস ডলার জমা পড়েছেন। এর মধ্যে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে প্রথম সারিতে রয়েছে আরব আমিরাত।

রোববার দুবাই নাখিল এলাকায় মাজিদ রয়েল রেস্টুরেন্টের  উদ্বোধনকালে প্রধান অতিথির  বক্তব্যে তিনি  এ কথা বলেন । প্রতিষ্ঠানটি  ফিতা কেটে উদ্বোধন করেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার,প্রথম সচিব বদরুল আহমেদ বিদ্যুৎ, তরুণ উদ্যোক্তা  মো. কামাল পাশা, মো. জাহেদ ও মোহাম্মদ নাজিম,শেখ মুক্তিয়ার হোসেন মুক্ত।

শেষে এক সংক্ষিপ্ত  আলোচনায় মোহাম্মদ  কামাল পাশার সভাপতিত্বে শেখ মুক্তিয়ার হোসেনের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সাধারণ সম্পাদক  সাইফুদ্দিন আহমেদ।

উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসাইন বাবর,  সিআইপি শিমুল মুস্তাফা, স্পনসর হাসান আব্দুল্লাহ আলী,স্থানীয় নাগরিক আবু বক্কর জুমা, আবু বাসিত, মোহাম্মদ আলী আব্দুর রহমান, মোহাম্মদ সাঈদ সহ বাংলাদেশ কমিউনিটির  অনেকে।

প্রবাসী বাংলাদেশীদের স্বল্পমূল্যে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের অঙ্গীকার নিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা বলে জানান উদ্যোক্তারা। তিনি  সবার দোয়া ও সহযোগিতা কামনার পাশাপাশি আমিরাতে বন্ধ ভিসার দ্বার উন্মুক্ত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ হোসেন।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version