প্রবাসে ক্লান্তিময় জীবনে কিছুটা প্রশান্তি আনার লক্ষে সংযুক্ত আরব আমিরাতে হাটহাজারী সমিতির উদ্যোগে 'হালদা' ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
আজমান হুমাইন বিন আব্দুল আজিজ ফুটবল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ সমিতি শারজা সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গণি চৌধুরী।
উদ্বোধনী ফুটবল খেলায় মির্জাপুর ফুটবল টিম বনাম হাটহাজারী পৌরসভা ফুটবল টিম ও ধলই ফুটবল টিম বনাম নাঙ্গলমোড়া ফুটবল টিম চারটি দল অংশ নেন।
হাটহাজারী সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াকুবের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ মোবারকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাইর ডেপুটি কনসাল জেনারেল মো. সাহেদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী আবু জাফর চৌধুরী, সিআইপি আইয়ুব আলী বাবুল, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার, প্রথম সচিব বদরুল আহমেদ বিদ্যুৎ, টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মামুন তালুকদার ও মাসুদ হাসান।
আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিমান সংযুক্ত আরব আমিরাতের রিজনাল অফিসার শাকিয়া সুলতানা,আরশাদ হসেন হিরু,শাহাদাত হোসেন, জাহাঙ্গীর আলম, কাজী মোহাম্মদ আলী, এস এম সফিকুল ইসলাম, আমির হোসেন, আজম খান, হাজী সেলিম সি আই পি, ওমান হাটহাজারী সমিতির সভাপতি হান্নান তালুকদার, সাধারন সম্পাদক নুরুল আবছার বাবলু, ছানাউল্লাহ চৌধুরী সি আই পি, মাজহাব উল্লাহ,শিমুল মোস্তাফা, মোহাম্মদ হারুন, জসিম উদ্দিন পলাশ, আব্দুল মান্নান, হাজী আব্দুর রউফ হাবীবুর রহমান হাবিব, নজরুল ইসলাম বাবু, টুর্নামেন্টের আহবায়ক মোহাম্মদ জমির উদ্দিন সদস্য সচিব আজিজুল ইসলাম আজিজ, কমিটির সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক ফুটবল প্রেমীরা মাঠের চারপাশে দাঁড়িয়ে এবং গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন।
উদ্বোধনী ম্যাচ মির্জাপুর বনাম পৌরসভা ১-১ এবং ২য় ম্যাচ ধলই বনাম নাঙ্গলমোড়া ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে ।
পাঁচ সপ্তাহের খেলায় মোট ১২ টিম ফুটবল টুর্নামেন্টে অংশ নিবেন বলে আয়োজকরা জানান।
ভোরের আকাশ/ সু
মন্তব্য