-->

‘স্মৃতিতে অম্লান-শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান’ গ্রন্থের জন্য লেখা আহবান

অনলাইন ডেস্ক
‘স্মৃতিতে অম্লান-শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান’ গ্রন্থের জন্য লেখা আহবান

ঢাকা: ‘স্মৃতিতে অম্লান- শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান’ শিরোনামে একটি সংকলন গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছে শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদ। এজন্য শ্রদ্ধেয় শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমানের অগনিত সহকর্মী, ছাত্র ও গুণগ্রাহীদের নিকট থেকে লেখা আহবান করা হয়েছে।

 

শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের সভাপতি ডা. শরীফ শামীম আতিক ও সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন সংকলনের জন্য লেখা আহবান করেছেন।

 

লেখাগুলো সংকলন এর সম্পাদক এনায়েত হোসেনের নিকট (মোবাইল-০১৭১৭২৩১১৫৩) জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

 

লেখা আহবান পত্রে বলা হয়েছে- ‘নড়াইলের কৃতি সন্তান এবং নন্দিত শিক্ষাবিদ মরহুম শরীফ আতিয়ার রহমানের কর্মময় জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য দিকগুলি স্মরণীয় করে রাখার জন্য ‘ স্মৃতিতে অম্লান- শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান’ শিরোনামে একটি সংকলন গ্রন্থ প্রকাশের উদ্দেশ্যে এই শ্রদ্ধেয় শিক্ষাবিদের অগনিত সহকর্মী, ছাত্র ও গুণগ্রাহীদের নিকট হতে লেখা আহবান করা হচ্ছে।’

 

পত্রে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে আলোর ব্যাপ্তি ছড়ানোর জন্য সংগঠনটিকে বিভিন্নভাবে শক্তিশালী করণের অনুরোধ করা হয়েছে।

 

শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের সভাপতি ডা. শরীফ শামীম আতিক জানান, শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমানের স্মরণে আগামী ২৮ অক্টোবর নড়াইলে ফ্রি মেডিক্যাল ক্যাম্প করা হবে। তার আগেই ‘স্মৃতিতে অম্লান- শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান’ শিরোনামে সংকলন গ্রন্থটি প্রকাশ করা হবে।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version