-->

বৈশাখের রোজনামচা

নিজস্ব প্রতিবেদক
বৈশাখের রোজনামচা

বৈশাখের রোজনামচা

মো. এনাম উল ইসলাম

 

নতুনের পথ আলোয় উজ্জীবিত হবে বলেই এলো বৈশাখ, উচিয়ে শির মহাবীর জীর্ণতা পায়ে দলে।

 

বৈশাখের প্রলয় নৃত্য হবে বুঝিতাই চৈত্রের প্রখরতা।

 

খাঁ খাঁ রোদ্র ফসলের মাঠ কী যে অনুরাগ অভিমান দগ্ধ হৃদয়।

 

হে বৈশাখ তোমার স্বরুপে হবে কি প্রকাশ? উর্বরতা এনে দাও মাটির মনে।

 

ব্যাথাতুর বুক ভরে যাক মায়ার টানে এই বৈশাখে কোন আনন্দ মেলায়।

 

উড়–ক ঘুড়ি মনের সাথে, হাত ভরে যাক কাঁচের চুড়িকোন স্বপ্ন মেলায় বটের তলে ।

 

আমি ভুলে যাই স্মৃতির দহননতুনের আহব্বানে।। 

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version