-->

মায়াযুগ

খসরু নোমান
মায়াযুগ

কত চেনা ছিলে তুমি শরতের ভোরে, শ্রাবণবিকেল ছিল ফাগুনের মতো।

সেই হাসি, ভ্রুপল্লব, মাধুরীমা চোখ, মায়াযুগ ভুলেই গিয়েছি! ভুলে ভুলে ভরপুর কপোতকাহিনী।

স্মৃতিকোষগুলো করে নিমকহারামি! পুষ্পিতা, কতকাল কেটে গেলো

বিরহী উঠোনে? মনে পড়ে সেই মায়াযুগ? মিঠে

মায়াকাল? নগরের মেঘলা বিকেল? ফিকে রোদ? বোশেখের

ঝড়? শুভ্র শরত এলে শিউলীমালা, পড়ে মনে? গোল্লাছুট,

বউচি, খুনসুটি...

মন্তব্য

Beta version