-->

চিন্তা কমিটি

মুস্তাফিজুর রহমান নাহিদ
চিন্তা কমিটি

(কাবগ্রন্থ : যখন মানুষ ছিলাম)

 

মানুষের ব্যক্তিত্বের স্তরটা এত বেশি নিচে নেমে গেছে যে,

এখন আর আমাকে নিয়ে আমার ভাবতে হবে না

আমার কখন কী প্রয়োজন কী প্রয়োজন নেই

তারাই ঠিক করে দেবেন।

আমি কখন খাবো, কখন ঘুমাবো, কখন বিশ্রাম নেবো

কখন আমার খুব জলতৃষ্ণা পাবে

তা ওনারাই ঠিক করবেন।

আমার কফি খেতে ইচ্ছে করছে নাকি গ্রিনটিতে গলা ভেজাবো

নাকি মিনারেল ওয়াটার হলেই চলবে

এসব এখন আর আমার হাতে নেই,

আমি কখন কবিতা লিখব কোন বেলায় গল্প লিখব

স্বপ্ন দেখবো নাকি দুঃস্বপ্ন দেখবো নাকি দেখবো না

সেই দায়িত্বটাও ওনাদের, ওনারাই ঠিক করবেন।

কখন আমি প্রাণ খুলে হাসবো, কখন মন খারাপ হবে

কখন পাহাড় দেখতে ইচ্ছে করে, কখন আকাশ,

কখন সমুদ্র, কখন মাঠ, কখন জঙ্গল দেখবো

সবকিছু এখন অন্যের অধিকারে চলে গেছে

এখন কিছুই আমার নেই।

কীসে আমার চরম প্রশান্তি

কেমন হবে আমার স্নানঘর আমার অলস দুপুর

আমার শ্রাবণ বিকেল বসন্ত রাত

কখন আমি টানটান উত্তেজনায় মরে যাবো

এমনকি কখন আমার সঙ্গম করা উচিত

তা ওনারাই ঠিক করে দেবেন।

অদ্ভুত চিন্তা কমিটি সবকিছু দখলে নিয়েছে।

মন্তব্য

Beta version