তোর ঠিকানা
মুস্তাফিজুর রহমান নাহিদ
স্কুল মাঠে তোর আর আমার প্রথম দেখা
আমরা কিশোর হয়নি তখন গোঁফের রেখা
বয়স তখন কত হবে দশ-এগারো
তুই আর আমি বন্ধু তখন হয়নি কারো
তোর আর আমার ভাব হয়ে যায় অল্প দিনে
বিনা মূল্যে কিশোর হৃদয় নিলাম কিনে।
একই খাবার ভাগ করে খাই তুই আর আমি
আমরা দুজন ছাত্র ভালো আমরা দামি
নিয়মিত আমরা দুজন সামনে বসি
বাংলা পড়ি, ভূগোল পড়ি, অঙ্ক কষি
সবাই মোদের দু’দেহের এক আত্মা বলে
তুই আর আমি বরাবরই একই দলে।
দিনে দিনে আমরা দুজন বড় হলাম
কলেজ শেষে বাড়ি ছেড়ে বাইরে গেলাম
তোর বিআইটি, জগন্নাথে আমি পড়ি
চাটগাঁয়ে তুই আমি ঢাকায় স্বপ্ন গড়ি।
ইঞ্জিনিয়ার হয়ে বড় চাকরি পেলি
চট্টগ্রাম ছেড়ে দিয়ে ঢাকায় এলি
স্বপ্ন এবার বিদেশ যাবি বলেছিলি
ঠিক ছিল সব আচমকা তুই ছুটি নিলি
সড়কে এক দুর্ঘটনায় প্রাণটা গেল
সবার মতো আমার কাছে খবর এলো
এ খবর কি যায়রে মানা কেমনে মানি!
মনকে বোঝাই, বুঝ মানে না চোখের পানি
বন্ধু এখন ছবির মানুষ অবাক লাগে
সাজঘরে সে ফিরে গেছে সবার আগে।
সবুজ এখন কেমন আছিস তাও জানি না
সবাই বলে দূর আকাশে তোর ঠিকানা
আমি আজো উদ্বাস্তুু এক থাকি ঢাকায়
তোর কথাটি পড়লে মনে শূন্যে তাকাই।
ভোরের আকাশ/নি
মন্তব্য