বন্দর নগরী চট্টগ্রামে অস্ত্রসহ একটি ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- রকি (২৪), রফিকুল ইসলাম বাপ্পি (২৭), সাইফুল ইসলাম (৩০), তৌহিদুল ইসলাম তপু (২৪), জসিম উদ্দিন (২৮), সাহাবুদ্দিন (৩২) ও তাজুল ইসলাম (৩৪)।
বুধবার (২৬ জানুয়ারি) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দীন জানান, মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি, দুই রাউন্ড কার্তুজ ও একটি টিপ ছোরা এবং লুট হওয়া ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি জানান, তারা একটি ডাকাত দলের সদস্য। তারা কখনো কখনো ব্যাংক থেকে বের হওয়া গ্রাহককে টার্গেট করে তার পিছু নেয়। একটু নির্জন স্থানে গেলে কৌশলে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গ্রাহক পড়ে যাওয়ার সঙ্গেসঙ্গেই তারা অস্ত্র বের করে খুন-জখমের ভয়ভীতি দেখিয়ে যা থাকে লুটে নেয়। তারা কখনো কখনো প্রেমিক-প্রেমিকাদের টার্গেট করে। পরে কৌশলে মোবাইলসহ সর্বস্ব লুটে নেয়। তারা বাসে যাত্রীবেশে উঠে কোনো এক যাত্রীকে ধাক্কা দিয়ে তার সঙ্গে মারামারি পরিস্থিতি সৃষ্টি করেও লুটপাট চালায়।
ওসি নেজাম উদ্দীন জানান, গত ২৪ জানুয়ারি নগরীর কোতোয়ালী থানাধীন জুবিলি রোড এলাকায় ব্যাংক থেকে এক লাখ টাকা তুলে নেয়ার পথে এমএইচ হজ গ্রুপের রিজার্ভেশন অফিসারের কাছ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নেয় ডাকাত দলটির সদস্যরা। এ ঘটনায় ওই রিজার্ভেশন অফিসার কোতোয়ালী থানায় একটি মামলা করে। পরে পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মন্তব্য