চট্টগ্রামে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
মোহাম্মদ আরমান। ছবি- ভোরের আকাশ

বন্দর নগরী চট্টগ্রামে মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট করতে এসে মোহাম্মদ আরমান নামে এব রোহিঙ্গা যুবক গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) নগরীর মনছুরাবাদ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সহকারী পরিচালক মো. এনায়েত উল্লাহ জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মোহাম্মদ আরমান নামে এক যুবক এসে নিজেকে চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দা বলে দাবি করেন। তিনি জানান, তার বাবার নাম ফয়সাল আমীন, মায়ের নাম মারজান, বাড়ি সন্দ্বীপের হরিশপুর গ্রামে।

পাসপোর্টের আবেদনপত্রের সঙ্গে তার জন্ম নিবন্ধন সনদ (২০০২৬৯২৫১১৪৪৩৭০২), মায়ের জাতীয় পরিচয়পত্র (৭৮০৮১৯৩৪৬৫) জমা দেন আরমান।

এনায়েত উল্লাহ জানান জানান, আরমানের কথাবার্তায় সন্দেহ হলে তার আঙুলের ছাপ নেওয়া হয়। আঙুলের ছাপ যাচাই করে দেখা যায়, আরমান ২০১৭ সালের ১০ আগস্ট কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে রেজিস্ট্রেশন করেছিলেন, যার রেফারেন্স নম্বর ১৩২২০১৮০৩১০১৪০৬১৫। সেখানে তার বাবার নাম সৈয়দ আলম।

তিনি জানান, এরপর আরমানকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আরমান জানান, তার বয়স যখন আট-নয় বছর তখন তিনি বাংলাদেশে আসেন। তার মা ও ভাইবোন আসেন ২০১৭ সালে। বর্তমানে তারা কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছেন।

মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট করতে আসায় আইনি ব্যবস্থা নিতে আরমানকে নগরীর ডবলমুরিং থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান এনায়েত উল্লাহ।

মন্তব্য