-->

চলে গেল ‘শাওন’

নজরুল ইসলাম রাজু, রংপুর
চলে গেল ‘শাওন’

রংপুর চিড়িয়াখানায় ‘শাওন’ নামের বাঘিনীটি মারা গেছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল শুক্রবার রাত ১০টার দিকে প্রাণীটি মারা যায়। বার্ধক্যের কারণে বাঘিনীটি মারা গেছে বলে জানিয়েছেন রংপুর বিনোদন উদ্যান চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. আম্বর আলী তালুকদার। রয়েল বেঙ্গল টাইগারটি মারা যাওয়ায় রংপুরের চিড়িয়াখানায় বাঘের খাচা এখন শূন্য রয়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, খাঁচায় একমাত্র বাঘিনী ছিল। এটিকে ২০১০ সালের জানুয়ারিতে রংপুর চিড়িয়াখানায় আনা হয়। জন্ম ২০০৩ সালের ৩০ জুন। বয়স হয়েছিল ১৮ বছর ৭ মাস।

রংপুর প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় ভারপ্রাপ্ত চরিচালক ডা. মো. নাজমুল হুদা বলেন, ‘দীর্ঘদিন খাওয়া বন্ধ রাখায় অসুস্থ হয়ে পড়েছিল বাঘিনী শাওন। শুক্রবার রাতে এটি মারা যায়।’

তিনি আরো বলেন, ‘সব বাঘের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে জানা যাবে, কী হয়েছিল বাঘটির। তবে বাঘশূন্য পড়ে থাকবে না রংপুর চিড়িয়াখানাটি। দ্রুত বাঘ নিয়ে আসা হবে।’ডা. আম্বর আলী তালুকদার বলেন, ‘বাঘ সাধারণত ১৫ থেকে ১৬ বছর পর্যন্ত বাঁচে। সে অনুযায়ী এর বয়স আরো বেশি হয়েছিল। বার্ধক্যের কারণে বাঘিনীর মৃত্যু হয়েছে।’

রংপুর চিড়িয়াখানার জু-অফিসার ডা. এইচ এম শাহাদৎ জানান, অনেকবার চিকিৎসা দেওয়া হয়েছিল বাঘিনীকে। ঢাকা থেকে একটি টিমও এসে দেখে গেছে। এরপর বাঘটি খাওয়া-দাওয়া ছেড়ে দিয়ে অসুস্থ হয়ে পড়ে। রংপুর চিড়িয়াখানায় গত ২১ জানুয়ারি থেকে না খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল বাঘিনী শাওন। মৃত্যুর সঙ্গে লড়াই করে ১৫ দিন পর শুক্রবার রাতে মারা গেছে প্রাণীটি। মৃত্যুর আগে ভালো করে চলাফেরা করতে পারত না শাওন

মন্তব্য

Beta version