দৃষ্টিনন্দন হচ্ছে শাহমখদুম দরগা শরিফ

তারেক মাহমুদ, রাজশাহী ব্যুরো
দৃষ্টিনন্দন হচ্ছে শাহমখদুম দরগা শরিফ
শাহমুখদুম রূপোশ (রহ.) দরগা শরিফ

ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে রাজশাহী পদ্মা তীরে অবস্থিত হজরত শাহমখদুম রূপোশ (রহ.) দরগা শরিফ। হাজার বছরের পুরোনো এ দরগা পরিদর্শনে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে আসেন। দর্শনার্থীদের জন্য আরো আকর্ষণীয় করতে উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার।

গত বুধবার দরগা শরিফের পুরো এলাকা সংস্কারের জন্য ২৪ কোটি ৮৭ লাখ ২৭ হাজার টাকার উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এটি বাস্তবায়ন হলে দরগা শরিফ আরো আকর্ষণীয় ও দৃষ্টিনন্দিত হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সূত্রে জানা যায়, শাহমখদুম রূপোশ (১২১৬-১৩১৩ খ্রিষ্টাব্দ) বাংলার প্রথিতযশা সুফি সাধক এবং ধর্ম-প্রচারকদের মধ্যে অন্যতম। তিনি ত্রয়োদশ শতাব্দীর শেষার্ধে এবং চতুদর্শ শতাব্দীর শুরুতে রাজশাহী অঞ্চলে ইসলাম প্রচার করেছিলেন। তার অনুপম ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে শত শত মানুষ ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ করেন। ইতিহাসের সাক্ষী হাজার বছরের পুরোনো এ দরগাহ পরিদর্শনে দেশের বিভিন্ন প্রান্তের ও বিভিন্ন ধর্মের মানুষ ছুটে আসেন।

রাজশাহী সিটি করপোরেশন সূত্রে জানা যায়, শাহমখদুম রূপোশ (রহ.) দরগা শরিফের উন্নয়ন প্রকল্পের আওতায় মসজিদ ও মাজার কমপ্লেক্স নির্মাণে স্থাপত্য ও প্রকৌশল নকশা প্রণয়ন ও নির্মাণ তদারকিতে পরামর্শক নিয়োগ, চারতলা মাজার কমপেক্সেও প্রশাসনিক ভবন নির্মাণ, চারতলা মিনারসহ মসজিদ নির্মাণ, মাজার নির্মাণ, সীমানা প্রাচীর নির্মাণ, প্রবেশ গেট নির্মাণ ও ল্যান্ড স্কেপিং করা হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ৮৭ লাখ ২৭ হাজার টাকা।

প্রকল্পটি অনুমোদন হওয়ায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।

বিভিন্ন ওয়ার্ডের কয়েকজন নগরবাসীর সঙ্গে কথা হলে তারা জানান, ইতিহাসের সাক্ষী এ দরগা শরিফ সংস্কারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প অনুমোদন দিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রী ও রাসিক মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন তারা। এ উদ্যোগ রাজশাহীর উন্নয়নে একটি অনন্য নজির। এর ফলে রাজশাহী সুনাম দেশ-বিদেশে ছড়াবে বলে তিনি জানান।

মন্তব্য