-->

রাজধানীতে কাপড়ে মোড়ানো তিন নবজাতকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে কাপড়ে মোড়ানো তিন নবজাতকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন সড়ক থেকে দুই নবজাতকের এবং মিরপুর দুই নম্বরের এক গলি থেকে আরেক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনটি মরদেহই কাপড়ে মোড়ানো ছিল।

পুলিশ জানিয়েছে, রোববার ভোরে শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন সড়ক থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে শনিবার বিকালে মিরপুর দুই নম্বরের এক গলি থেকে উদ্ধার করা হয় আরেক নবজাতকের মরদেহ।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শাহাবউদ্দিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ফটকের বিপরীত পাশের ছবির হাট থেকে টিএসসির দিকে যাওয়ার রাস্তার পাশে পরিত্যক্ত একটি বাক্সে কাপড়ে মোড়ানো দুটি নবজাতকের মরদেহ পাওয়া যায়।

কে বা কারা নবজাতক দুটির মরদেহ এভাবে ফেলে গেছে, তা জানাতে পারেনি পুলিশ।

এসআই শাহাবউদ্দিন বলেন, ‘গত রাতে কেউ নবজাতক দুটির মরদেহ ফেলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের বয়স এক থেকে দুই দিন হতে পারে।’

ময়নাতদন্তের জন্য নবজাতক দুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

মিরপুর মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, কে বা কারা রাতের অন্ধকারে এক নবজাতকের মরদেহ কাপড়ে মোড়ানো অবস্থায় গলিতে ফেলে যান। স্থানীয়রা শনিবার বিকেলে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য

Beta version