রাজধানীর মিরপুর শাহআলী থানা এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী বাহিনী হিসেবে পরিচিত বাবু বাহিনীর প্রধান সহযোগী ২২ বছর বয়সী মো. ফয়সাল আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সকালে (২৩ ফেব্রুয়ারি) শাহআলী থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদে জানতে পারি শাহআলী থানাধীন গোড়ান চটবাড়ী মণ্ডল মহলের সামনের ফাঁকা মাঠে দুইজন দুধর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (দারুসসালাম জোন) মিজানুর রহমানের নেতৃত্বে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে বের হই।
‘এসময় একজনকে আটক করা গেলেও অপরজন পালিয়ে যায়। আটক ফয়সালকে সতর্কতার সঙ্গে তল্লাশি কর হয়। তার কাছে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন পাওয়া যায়।’
ওসি আসাদুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল জানিয়েছেন, তিনি বাবু বাহিনীর প্রধান সহযোগী হিসেবে কাজ করেন। ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করেন। পালিয়ে যাওয়া অপরজন বাবু বাহিনীর প্রধান বাবু ছিলেন বলে জানান ফয়সাল।
এ ঘটনায় ফয়সাল আহম্মেদের বিরুদ্ধে শাহআলী থানার মামলা করা হয়েছে বলে জানান তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে বলেও জানান ওসি।
মন্তব্য