-->
শিরোনাম

নতুন সিইসি চট্টগ্রামের সন্তান

চট্টগ্রাম ব্যুরো
নতুন সিইসি চট্টগ্রামের সন্তান

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পাওয়া সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল চট্টগ্রামের সন্তান। তাঁর বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ এলাকায়। তিনি সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের কাজী বাড়ির কাজী আব্দুল আওয়ালের ছেলে।

কাজী হাবিবুল আউয়ালের পিতা কাজী আব্দুল আওয়াল ৪ নভেম্বরের জেল হত্যা মামলার বাদী। জেল হত্যার সময় তিনি ডিআইজি (প্রিজন) ছিলেন। কাজী হাবিবুল আউয়াল ধর্ম সচিব ও প্রতিরক্ষা সচিবের দায়িত্ব পালন করেছেন।

আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার কমিশনারকে নিয়োগ দেন। এর মধ্য দিয়ে গঠিত হলো নতুন নির্বাচন কমিশন।

শনিবার বিকাল সাড়ে ৫টায় নতুন ইসি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

কাজী হাবিবুল আউয়াল সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দক্ষতার সঙ্গে ধর্ম, আইন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পালন করেছেন। তাকে প্রথমে সংসদ সচিবালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছিল। কিন্তু তিনি সেখানে যোগ দেননি। পরে ধর্ম মন্ত্রণালয়ের যোগ দেন। ২০১৬ সালে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে অবসরে যান।

মন্তব্য

Beta version