রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকার একটি বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই গৃহবধূর নাম মিতু আক্তার বলে জানা গেছে। গত শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে খিলগাঁও মেরাদিয়া কবরস্থান রোড এলাকায় এ ঘটনা ঘটে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সোনিয়া পারভীন জানান, খিলগাঁওয়ের মেরাদিয়া জামতলা কবরস্থান রোড এলাকায় একটি বাসার তৃতীয় তলার সানসেটে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় মিতু আক্তার।
পরে লোহার দরজা ভেঙে মিতুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গৃহবধূ মিতু আক্তারের বাবার বরাতে তিনি এসব কথা জানান। মিতু আক্তারের বাবা জানান, মো. সজীব নামে একজনের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মিতুর সঙ্গে সজীবের খুব ভালো সম্পর্ক ছিল।
পুলিশ জানায়, কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকা থেকে এক গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মন্তব্য