-->

ভোলার চৈতীর অস্বাভাবিক মৃত্যুর তদন্ত দাবিতে ঢাকায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
ভোলার চৈতীর অস্বাভাবিক মৃত্যুর তদন্ত দাবিতে ঢাকায় মানববন্ধন
চৈতীর অস্বাভাবিক মৃত্যুর তদন্ত ও বিচার দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন। ছবি- ভোরের আকাশ

ভোলার চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষার্থী শাশ্বতী রায় চৈতীর অস্বাভাবিক মৃত্যুর তদন্ত ও বিচার দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে।

শনিবার (১৯ মার্চ) সকালে চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষার্থীবৃন্দ-এর ব্যানারে এ মানববন্ধনে চৈতীর সহপাঠীদের পাশাপাশি কলেজের বড় ও ছোট ভাইবোনরা অংশ নেন।

মানববন্ধনে চরফ্যাশন সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সাইদুল ইসলাম, তানভীর আহমেদ, নওশাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ভোলার চরফ্যাশন সরকারি কলেজে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও অগাধ পদচারণা ছিল চৈতীর। তিনি এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ পান।

চৈতী বরিশাল বিএম কলেজে গণিতে স্নাতক শেষ করে স্নাতকোত্তরে পড়ছিলেন জানিয়ে তারা বলেন, মাধ্যমিকে পড়ার সময় চৈতীর প্রেম হয় একই এলাকার মানস মজুমদার শাওনের সঙ্গে। ৯ বছর প্রেমের পর দুই পরিবারের সম্মতিতে ধুমধাম করে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পরই চৈতীর জীবনে নেমে আসে ঘোর অন্ধকার।

শ্বশুরবাড়ির লোকজনের কাছে নানা রকম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় তাকে। বৈবাহিক জীবনের এক বছরের মাথায় গত ৪ মার্চ ভোররাতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় চৈতীর লাশ পাওয়া যায়।

চৈতীর এমন মৃত্যু অত্যন্ত রহস্যজনক মন্তব্য করে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

মন্তব্য

Beta version