-->

হলিক্রস স্কুলে অ্যাসেম্বলির সময় শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
হলিক্রস স্কুলে অ্যাসেম্বলির সময় শিক্ষার্থীর মৃত্যু
হলিক্রস স্কুল

রাজধানীর ফার্মগেটের হলিক্রস স্কুলের অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শিক্ষার্থীর নাম শ্যাপেন সুশানা মল্লিক। নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন তিনি।

রোববার (২৭ মার্চ) সকাল সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তেজগাঁও থানার ওসি জানান, স্কুলের পাশের গলিতেই সুশানাদের বাসা। রোববার সকাল সাড়ে ৭টার দিকে স্কুলের অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ মাটিতে পড়ে যায় সুশানা। এরপরই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, 'হিটস্ট্রোক'-এ তার মৃত্যু হয়েছে।

এদিকে, ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করেন অভিভাবকেরা।

তাদের দাবি, পড়াশোনা নিয়ে শিক্ষকদের অতিরিক্ত মানসিক চাপ ও রোদে দাঁড়িয়ে থাকায় সুশানার মৃত্যু হয়েছে। এ জন্য স্কুল কর্তৃপক্ষ দায়ী।

এ সময় তাঁরা স্কুলের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

ওসি জানান, এই ঘটনার পর ক্ষুব্ধ অভিভাবকেরা একত্রিত হয়ে বিক্ষোভ করতে থাকে। পরে তাদের শান্ত করার চেষ্টা চলে।পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

মন্তব্য

Beta version