-->
শিরোনাম

বাড্ডায় সিলিন্ডার বিস্ফোরণ, মা-বাবার পর চলে গেল সাফিয়ান

নিজস্ব প্রতিবেদক
বাড্ডায় সিলিন্ডার বিস্ফোরণ, মা-বাবার পর চলে গেল সাফিয়ান
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

রাজধানীর বাড্ডার বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মা-বাবার পর মারা গেল তাদের ছেলে সাফিয়ান। ৯ বছর বয়সী সাফিয়ান চিকিৎসাধীন ছিল শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে। সেখানে মঙ্গলবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন। তিনি আরো জানান, সাফিয়ানের শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত বুধবার (২৩ মার্চ) ভোররাত পৌনে ৪টার দিকে বাড্ডার বেরাইদ পূর্বপাড়ার একটি তিনতলা বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দগ্ধ হন আবু সাইদসহ তার পরিবারের চার সদস্য। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়।

আরো পড়ুন: বাড্ডায় সিলিন্ডার বিস্ফোরণ, স্বামীর পর চলে গেলেন স্ত্রীও

ঘটনার দিন বুধবার সন্ধ্যায় মারা যান শিশুটির বাবা আবু সাইদ (৩৭) ও গতকাল সোমবার ভোর ৫টার দিকে মারা যান তার মা রেখা আক্তার (৩৫)।

ডা. এসএম আইউব হোসেন জানান, সাইদের শরীরের ৯৮ শতাংশ, রেখার শরীরের ৩০ দগ্ধ হয়েছিল। তাদের মেয়ে সাফার শরীরের ১১ শতাংশ দগ্ধ হয়। তার অবস্থাও আশংকাজনক।

স্বজনরা জানিয়েছেন, কাপ্তান বাজারে মাংসের দোকান রয়েছে সাইদের। তার স্ত্রী রেখা ছিলেন গৃহিণী। তাদের ছেলে সাফিয়ান স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত। মেয়ে সাফা পড়ে দ্বিতীয় শ্রেণিতে।

ঘটনার দিন ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, তিন তলা বাড়ির তৃতীয় তলায় থাকে ওই পরিবার। ভোররাত ৩ টা ৪০ মিনিটে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়। এতে বাসায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪টা ১০ মিনিটে আগুন নিভিয়ে ফেলে। পরে দগ্ধ চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আবু সাইদের ভাতিজা মো. রাজিব জানান, তিনতলা বাড়িটি সাইদের নিজেরই। পরিবার নিয়ে তৃতীয় তলাতে থাকতেন তিনি। রাতে তারা ঘুমিয়েছিলেন। হঠাৎ রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন।

মন্তব্য

Beta version