-->

নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ, ঢাকা কলেজে ক্লাস-পরীক্ষা স্থগিত

ঢাবি প্রতিনিধি
নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ, ঢাকা কলেজে ক্লাস-পরীক্ষা স্থগিত
আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। ছবি- ভোরের আকাশ

রাজধানীর নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। গতকাল সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে শুরু হয় এ সংঘর্ষ। আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনার পর ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, পুলিশের রাবার বুলেটে তাদের কয়েকজন আহত হয়েছেন। পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ এনে উত্তেজিত শিক্ষার্থীরা কলেজের ভেতরে, ছাদে ও তেলপাম্প এলাকায় অবস্থান নেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদ। তিনি বলেন, ‘রাত ১২টার দিকে এই পাল্টাপাল্টি হামলা শুরু হয়। সংঘর্ষ শুরুর পরপরই আমরা ঘটনাস্থলে আসি। দেখতে পাই, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা মুখোমুখি অবস্থানে। দুপক্ষই ইটপাটকেল ছুড়ছে। আড়াই ঘণ্টা পর উভয়পক্ষকে শান্ত করা সম্ভব হয়েছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে ঢুকে গেছেন। ব্যবসায়ীরাও ফিরে গেছেন।’

গতকাল সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে শুরু হয় এ সংঘর্ষ। ছবি- ভোরের আকাশ

 

এডিসি হারুন বলেন, ‘শিক্ষার্থীরা পুলিশের ওপরে ইটপাটকেল নিক্ষেপ করেছেন। নিরাপদ অবস্থানে থেকে তাদেরকে নিবৃত্ত করতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।’

নাম প্রকাশ না করার শর্তে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, তাদের এক সহপাঠীর ওপর নিউমার্কেটের ব্যবসায়ীরা হামলা চালান। প্রতিবাদে নিউমার্কেটের কিছু দোকান ভাঙচুর করা হয়। পাশাপাশি কিছু ব্যবসায়ীকে মারধর করা হয়। এরপর নিউমার্কেটের ব্যবসায়ীরা লাঠি নিয়ে বেরুলে সংঘর্ষ শুরু হয়।

ব্যবসায়ীরা বলছেন, রাতে ঢাকা কলেজের কয়েকজন ছাত্র নিউমার্কেটের একটি ফাস্ট ফুডের দোকানে খেতে আসেন। তারা খাওয়ার পর টাকা না দিয়েই চলে যাচ্ছিলেন। এ নিয়ে দোকানের লোকজনের সঙ্গে তাদের তর্কাতর্কি হয়। এর কিছু সময় পরই ঢাকা কলেজের ছাত্ররা এসে দোকান ভাঙচুর শুরু করেন। এসময় ব্যবসায়ীরাও একসঙ্গে বের হয়ে আসেন।

ক্লাস-পরীক্ষা স্থগিত

নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের পর মঙ্গলবার ভোররাত পৌন ৪টার দিকে ঢাকা কলেজের ভেরিফায়েড ফেসবুক পেজে অধ্যক্ষের (ভারপ্রাপ্ত) পক্ষ থেকে একটি নেটিশ জারি করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ‘অনিবার্য কারণে ১৯ এপ্রিল মঙ্গলবার ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হলো। সব শিক্ষককে সকাল ১০টার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।’

মন্তব্য

Beta version