-->
শিরোনাম

ডিএসসিসি'র ৫২ নং ওয়ার্ডে সুপেয় পানি সরবরাহের দাবি

নিজস্ব প্রতিবেদক
ডিএসসিসি'র ৫২ নং ওয়ার্ডে সুপেয় পানি সরবরাহের দাবি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৫২ নং ওয়ার্ডে সুপেয় পানি সরবরাহের দাবি জনিয়েছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তরুণ রাজনৈতিক নেতারা।

বুধবার (১৮ মে) ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি হলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।

উক্ত সংবাদ সম্মেলনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রাজনৈতিক ফেলো মোছাঃ আরিফা সুলতানাসহ (রুমা) অন্যান্য সদস্যরা।

এ সংবাদ সম্মেলনে আয়োজকবৃন্দ লিখিত বক্তব্যে বলেন, বছরজুড়েই সুপেয় পানির সংকট থাকে কদমতলি থানার ৫২ নং ওয়ার্ড। তবে শুষ্ক মৌসুমে এ সংকট আরো তীব্র হয়। দুই তিন মাস ধরে অনেকেই বাধ্য হয়ে জলাশয়ের দূষিত পানি পান করছে। এতে ডায়রিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে দিন দিন।'

তারা বলেন, 'সুপেয় পানি সংকট নিরসনে জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার যোগাযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। দেশ উন্নত হচ্ছে, ঘটছে প্রযুক্তির বিকাশ। দূর্গম পাহাড়েও মানুষ সুপেয় পানি পাচ্ছে। অথচ কদমতলি থানার ৫২ নং ওয়ার্ডের বাসিন্দারা সুপেয় পানির সংকটে ভুগছে।'

তারা আরও বলেন, 'বর্তমানে অত্যাধুনিক টিউবওয়েল গভীর নলকূপ, বিদ্যুৎচালিত মোটর ব্যবহার করে পানি সংগ্রহ করা হলেও এখনো ৫২ নং ওয়ার্ডের অনেক স্থানে যায়নি এ সুবিধা। তাই নোংরা ও অস্বাস্থ্যকর পানি একমাত্র ভরসা।

জানা গেছে, ২০২১ সালে ২১ জুন একনেকের এক সভায় নিরাপদ পানি ও স্যানিটেশন বিষয়ক একটি প্রকল্প অনুমোদন পায়। এ প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী দেশের প্রতিটি গ্রামে সুপেয় পানি ব্যবস্থা করার নির্দেশ দেন। প্রয়োজনে প্রত্যেকটি গ্রামে আলাদা ট্যাংক স্থাপনের নির্দেশ দেন।

কদমতলি থানার ৫২ নং ওয়ার্ডে সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা করে, পাশাপাশি সুপেয় পানি সংরক্ষন করার জন্য প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান তারা।

মন্তব্য

Beta version