রাজধানীতে পৃথক ঘটনায় বাড্ডা থেকে দুই তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এরা হলেন রনি আক্তার (২৩) ও আসমা বেগম (১৯)।
গতকাল সোমবার (২৩মে) মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার চরশংকর গ্রামের আজিজুল হকের মেয়ে রনি আক্তার। বাবা মায়ের সাথে পূর্ব বাড্ডা পোস্ট অফিস রোড রফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতো।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসমত আলী জানান, খবর পেয়ে সোমবার সন্ধ্যায় ওই বাড়িতে থাকা ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি জানান, কয়েকবছর যাবৎ রনি নামে ওই মেয়ে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। হতাশাগ্রস্ত হয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে রনির বড় ভাই সিরাজুল ইসলাম জানান, রনি আগে একটি গার্মেন্টসে চাকরি করতো। বিবাহিত ছিলো।
তবে আড়াই বছর আগে তার মানসিক সমস্যা শুরু হওয়ার পরে তার স্বামী তাকে ছেড়ে চলে যায়।
এরপর থেকে বাবা-মায়ের সঙ্গে ছিল সে। হতাশা থেকেই গলায় ফাঁসি দিয়েছে বলে তাদের ধারণা।
অপরদিকে, নোয়াখালী কবিরহাট উপজেলার উত্তর জগ্ধনন্দ গ্রামের আব্দুল জলিলের মেয়ে আসমা। বাবা মায়ের সঙ্গে দক্ষিণ বাড্ডা দারোগা বাড়ির মোড়ে একটি বাসায় ভাড়া থাকতো।
৬ মাস আগেই নোয়াখালীর ফাহাদ হোসেন নামের এক ফার্নিচার দোকান কর্মচারীর সাথে তার বিয়ে হয়। তবে স্বামী গ্রামে থাকলেও আসমা বাবা-মায়ের সঙ্গে বাড্ডায় থাকতো।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হান্নান জানান, খবর পেয়ে গতকাল দুপুর দেড়টায় ওই বাসার বাথরুমে ঝর্ণার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
সে আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের। এদিকে তার মামা আব্দুর রহিম জানান, গতকাল মা রোকসানা আক্তারের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে রাগারাগি হয়।
এর জের ধরে দুপুরে বাথরুমে ঢুকে গলায় ফাঁস দেয় সে।
মন্তব্য