-->

নকল কোর্ট ফি তৈরি ও সরবরাহের অভিযোগে ৯ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নকল কোর্ট ফি তৈরি ও সরবরাহের
অভিযোগে ৯ জন গ্রেপ্তার
প্রতীকী ছবি

হাইকোর্টসহ দেশের বিভিন্ন আদালতে নকল কোর্ট ফি সরবরাহ এবং তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গত ৭ জুন ও ৮ জুন মানিকগঞ্জ এবং রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৯ জুন) সিআইডির মালিবাগ সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলো, দেলোয়ার, আলমগীর হোসেন, মনির হোসেন ওরফে মনির মোল্লা, পান্না মিয়া ওরফে পান্না কায়সার, আহমেদ হোসেন ভূঁইয়া, মিজানুর রহমান, মোতালেব সাকিব, জাকির হোসেন ও আনোয়ার হোসেন।

ডিআইজি ইমাম হোসেন বলেন, আলমগীর হোসেনের মাধ্যমে মনির মোল্লার সঙ্গে দেলোয়ারের পরিচয় হয়।

আলমগীরের সহায়তায় মনির মোল্লা পরবর্তী সময়ে দেলোয়ারসহ অন্যান্য আসামিদের নকল কপি সরবরাহ করতো।

মামলার তদন্তকালে আসামি দেলওয়ারের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেপ্তার করা হয়। আলমগীর ও মনির মোল্লা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

জবানবন্দিতে তারা জানান, আসামি পান্না কায়সার অপর আসামি মনির মোল্লাকে এসব নকল কোর্ট ফি সরবরাহ করতেন ।

মতিঝিলের দিনা অফসেট প্রিন্টিং প্রেসের মালিক আহমেদ হোসেন ভূঁইয়া এবং তার সহযোগী মিজানুর রহমানকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে নকল জাল কোর্ট ফি উদ্ধার করা হয়।

কারখানার মূল মেকানিক মোতালেব সাকিবকে গ্রেপ্তার করা হয়। তারাও আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসামিরা দীর্ঘদিন ধরে বিচারপ্রার্থীদের কাছে কৌশলে জালকুড়ি সরবরাহ করার কারণে বাংলাদেশ সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায়ে থেকে বঞ্চিত হয়ে আসছিল।

হাইকোর্টসহ দেশের বিভিন্ন আদালতে বিচার প্রার্থীদের আবেদনপত্রে বিভিন্ন অঙ্কের কোর্ট ফি সংযুক্ত করে রাজস্ব আদায়ের বিধান রয়েছে।

মন্তব্য

Beta version