-->
শিরোনাম

বিমানবন্দরে বৈদেশিক মুদ্রা বিনিময় বুথ উদ্বোধন

কূটনৈতিক প্রতিবেদক
বিমানবন্দরে বৈদেশিক মুদ্রা বিনিময় বুথ উদ্বোধন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় বুথ উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় বুথ উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

আজ শনিবার ( ১১ জুন ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের পাশে স্থাপিত প্রবাসী কল্যাণ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় বুথের উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় বুথের মাধ্যমে প্রবাসীরা উপকৃত হবে। প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে ও সেবা সহজীকরণে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’

বর্তমান বাজেটে বৈদেশিক কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দক্ষতা সম্পন্ন কর্মী বিদেশে পাঠানো হলে অধিক পরিমাণে রেমিটেন্স আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে  প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করছি।

সরকার প্রবাসীদের সেবায় Whole of the Government approach নিয়ে কাজ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান ও প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হকসহ দায়িত্বশীল কর্মর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Beta version