-->

বৃহস্পতিবার থেকে ৪ ঘণ্টা করে চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার থেকে ৪ ঘণ্টা করে চলবে মেট্রোরেল

উদ্বোধন হয়ে গেলো স্বপ্নের মেট্রোরেল। এখন সেই স্বপ্ন ছোয়ার পালা। আগামীকাল সকাল ৮ টা থেকে দীর্ঘদিনের দেখা স্বপ্ন ছুয়ে দেখতে পারবেন যাত্রীরা, চড়তে পারবেন মেট্রোরেলে।

 

বৃহস্পতিবার থেকে প্রাথমিক ভাবে চার ঘন্টা করে করবে মেট্রোরেল। স্টেশনে ১০ মিনিট পরপর পাওয়া যাবে ট্রেন। শুরুতে প্রতি ট্রেনে ২০০ জন যাত্রী বহন করা হবে।

 

এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক গণমাধ্যমকে বলেন, ২৯ তারিখ সকাল থেকে আমাদের যে কর্মসূচি আছে, সেখানে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সর্বোচ্চ চার ঘণ্টা চালানো হবে।

 

প্রথমদিকে কোনো স্টেশনে ট্রেন দাঁড়াবে না। উত্তরা থেকে একটি ট্রেন আরেকটি ট্রেন আগারগাঁও স্টেশন থেকে যাত্রা শুরু করবে। উভয়দিকে ট্রেনগুলো প্রতি ১০ মিনিট পর পর চলাচল করবে।

 

তিনি আরও বলেন, আমাদের প্রত্যাশা হলো তিন মাস পরে, সেটি ২৬ মার্চও হতে পারে। আমরা ওইদিন থেকে পূর্ণ অপারেশনে যাব। এই সময়ের মধ্যে মানুষ মেট্রোরেলের চড়ায় অভ্যস্ত হয়ে যাবে এটা আমাদের বিশ্বাস। শুরুতে মেট্রোরেল পূর্ণাঙ্গ অপারেশনে যাচ্ছে না।

 

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি সুধি সমাবশে অংশ নেন। এরপর দুপুরে প্রধানমন্ত্রী সবুজ পতাকা নেড়ে, লাল ফিতা কেটে প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলে ওঠেন।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version