যাত্রাবাড়ীতে লেগুনার ধাক্কায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক
যাত্রাবাড়ীতে লেগুনার ধাক্কায় নারী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় দ্রুতগামী লেগুনার ধাক্কায় প্রীতি রানী (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন।

 

শনিবার (১১ মার্চ) দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

 

প্রীতি রানীকে ঢামেকে নিয়ে আসা রতন বলেন, যাত্রাবাড়ীর কাজলা এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি লেগুনা তাকে ধাক্কা দেয়।

 

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

তিনি জানান, নিহতের বাসা যাত্রাবাড়ীর কাজলার ভাঙ্গা প্রেস এলাকায়। এ ঘটনায় লেগুনা জব্দ করা হয়েছে।

 

এদিকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

 

বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য