-->
শিরোনাম

মাছের খামার থেকে এমপি ইলিয়াস মোল্লাহর পিয়নের ভাসমান লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
মাছের খামার থেকে এমপি ইলিয়াস মোল্লাহর পিয়নের ভাসমান লাশ উদ্ধার

রাজধানীর মিরপুর বেড়িবাঁধের একটি মাছের খামার থেকে শাকিল আহমেদ (২৫) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

মঙ্গলবার রাতে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবক ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহর অফিসে পিয়ন হিসেবে কাজ করতেন। অন্যদের সঙ্গে পিকনিক করতে মাছের খামারটিতে শাকিল গিয়েছিলেন। বলে পুলিশ প্রাথমিকভাবে জানাতে পেরেছে।

 

বুধবার সকালে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে গতকাল রাতে মিরপুর বেড়িবাঁধের পাশের মাছের খামারটিতে (বিশ্ব মৎস্যখামার) যায় পুলিশ। এরপর খামারটি থেকে তারা শাকিলের ভাসমান লাশ উদ্ধার করা হয়।

 

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য শাকিলের লাশটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। লাশ উদ্ধারের এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান এ কর্মকর্তা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল সপরিবার মিরপুর ১২ নম্বরের মোল্লার বস্তিতে থাকতেন। তিনি ৯ অক্টোবর থেকে ‘নিখোঁজ’ ছিলেন। এর আগে ঢাকা ১৬ আসনের এমপি ইলিয়াস উদ্দিন মোল্লাহ তার মেয়ের চিকিৎসার জন্য চিকিৎসার জন্য বিদেশে যান।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version