উত্তরখানে ড্রেনসহ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
উত্তরখানে ড্রেনসহ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন
রাজধানীর উত্তরখানে ৪৪ নং ওয়ার্ডের বড়বাড়ি প্রধান সড়ক থেকে এমদাদ মিয়ার বাড়ি পর্যন্ত ড্রেনসহ রাস্তার ২০ ফিট রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
 
 
বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন, ঢাকা-১৮ আসনের সংসদ-সদস্য, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী এমপি।
 
 
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য কাজী সালাউদ্দিন পিন্টু, উত্তরখান থানা আওয়ামী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ওয়ার্ড ১৮ (সাধারণ ওয়ার্ড ৪৩, ৪৪, ৪৫) সেলিনা আক্তার শেলি প্রমুখ।
 
 
ঢাকা-১৮ আসনের সংসদ-সদস্য মো. খসরু চৌধুরী বলেন, আগামী ৫ বছর ঢাকা-১৮ আসনে ব্যাপক উন্নয়নমূলক কাজ করা হবে। সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় পূর্বক স্বল্পতম সময়ের মধ্যে টেকসই পরিবর্তন নিশ্চিত করা হবে। ঢাকা-১৮ আসনের উন্নয়নে আমি নিরলসভাবে কাজ করে যাবো। আমি ঢাকা-১৮ আসনকে দেশের সব আসনের মধ্যে সেরা আসন করার প্রয়াস নিয়ে এগিয়ে যাব।
 
 
ভোরের আকাশ/ সু

মন্তব্য