-->
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে অভাবনীয় সাফল্য: ফজলে নুর তাপস

মোহাম্মদ শহিদুল ইসলাম খোকন
২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে অভাবনীয় সাফল্য: ফজলে নুর তাপস

গত বছরের মতো এবারও ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করা সম্ভব হয়েছে, শুধুমাত্র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগরবাসী ও ওয়ার্ড কাউন্সিলরদের আন্তরিক সহযোগিতার কারণে।

আজ বুধবার নগর ভবনের শীতলক্ষ্যা হলে ভারচুয়াল এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস। তিনি এজন্য নগর বাসী ও সকল ওয়ার্ড কাউন্সিলরদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘এবারের ন্যায় আগামীতেও নগরবাসী ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আগামীতে নগরবাসীর সহযোগিতা পেলে ২৪ ঘণ্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করতে সক্ষম হবো এবং ঢাকাকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী হিসেবে আমরা সবার জন্য উপহার দিতে পারব।’

তিনি আরো বলেন, ‘হাটের বর্জ্য, কোরবানির বর্জ্য, নিয়মিত বর্জ্য সব কিছুই আমাদের পরিষ্কার করতে হয়। আগের রাত থেকে আমাদের প্রায় ৭২ ঘণ্টা একটানা কার্যক্রম চলে, কেউ বিশ্রাম নিতে পারেনি।’

এ সময় মেয়র ফজলে নুর তাপস বলেন, ঈদের দিন ও ঈদের পরের দিনের মধ্যে দক্ষিণ সিটির বাসিন্দাদের কোরবানি সম্পন্ন করার অনুরোধ জানিয়েছিলেন।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version