-->
শিরোনাম

বসুন্ধরা কনভেনশন হলে ৩ দিন ব্যাপী শুরু হলো আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ মেলা

শহিদুল ইসলাম খোকন
বসুন্ধরা কনভেনশন হলে ৩ দিন ব্যাপী শুরু হলো আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ মেলা

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী মেলা। বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়।

আজ শনিবার (৬ জুলাই) পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ মেলা চলবে।

তিন দিনব্যাপী এই মেলা যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ও ভারতীয় প্রতিষ্ঠান কেএনসি সার্ভিসেস। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দ্যা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম ও আকবর সোবহান চৌধুরী, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এবং বিশিষ্ট সাহিত্যিক এমদাদুল হক সহ আরো অনেকে।

ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আকবর সোবহান চৌধুরী ও (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।

সভাপতি বলেন, ‘স্বর্ণ শিল্প সামনের দিনগুলোতে বিদেশ থেকে দেশে মিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে আসবে। তবে এজন্য প্রয়োজন নীতি সহায়তা। যারা ইন্ডাস্ট্রি করে তাদের জন্য নীতি সহায়তা একরকম, যারা ব্যবসায়ী তাদের জন্য নীতি সহায়তা আরেক রকম। স্বর্ণ শিল্প নীতি সহায়তা পেলে আরো অনেক ব্যবসায়ী এ শিল্পে আসবে, যারা সরকারকে যথাযথ কর প্রদান করে ব্যবসা করবে। তবে নীতি সহায়তা হচ্ছে প্রধান।’

কেএনসি সার্ভিসেসের চেয়ারপার্সন ক্রান্তি নাগভেকার বলেন, ‘বাংলাদেশের মানুষ বেশ সৃজনশীল। তারা যদি তাদের সৃজনশীলতাকে শিল্পে রূপ দিয়ে অলংকারে ব্যবহার করে, তাহলে বাংলাদেশের স্বর্ণ সবখানে প্রাধান্য পাবে। সামনের দিনগুলোতে এ মেলা বৃহদাকার রূপ নেবে।’

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version