-->

সুরের ছায়া সঙ্গীত ও সামাজিক সংগঠনের উদ্যোগে সঙ্গীত পরিবেশন

শহিদুল ইসলাম খোকন
সুরের ছায়া সঙ্গীত ও সামাজিক সংগঠনের উদ্যোগে সঙ্গীত পরিবেশন

চন্দ্রিমা উদ্যানে প্রাতরাসে ব্যয়াম করতে আসা এক ঝাঁক সরকারি বেসরকারি ও ব্যবসায়ীর উদ্যোগে গঠন করা হয় সুরের ছায়া নামে একটি সঙ্গীত ও সামাজিক সংগঠন। যা সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন। যার মূল উদ্দেশ্য হলো চন্দ্রিমা উদ্যানে প্রাতরাসে ব্যয়াম করতে আসা বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে গানের মাধ্যমে উদ্বজীবিত করা।

এ বিষয়ে বলতে গিয়ে সংগঠনের সভাপতি রাজু আহমেদ বলেন, সঙ্গীত চর্চার পাশাপাশি তাদের এ সংগঠনের উদ্যোগে বিভিন্ন সামাজিক উন্নয়ন ও সেবা মূলক কাজ করে থাকেন এর ধারাবাহিকতায় গত ২৬ আগষ্ট ফেনির বন্যাদূর্গতদের মাঝে তহবিল সংগ্রহ করে ত্রান বিতরন করেছেন এবং এ সংগঠনের উদ্যোগে সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, এছাড়া এ সংগঠনে যারা আছেন তারা হলেন সংগঠনের উপদেষ্টা ডা. এ কে এন আবুল হোসেন। সদস্য বৃন্দের মধ্যে আছেন, ড.এহতেশাম রেজা, রুমি আহমেদ, অলিভার, মাকজানা, মামুন, মো.ফরজ আলী, রিনি মননি এবং শামিমা ।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version