-->
শিরোনাম

কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৬.২৭%

জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬ জন

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৬.২৭%
কুমিল্লা শিক্ষা বোর্ড

কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান ফলাফল ঘোষণা করেন।

এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষায় পাশের হার ৯৬.২৭ ভাগ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬ জন।

কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্রে জানায় যায়, এ বছর ১৭৫৫টি স্কুল থেকে দুই লাখ ১৯ হাজার ৭০৪জন পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে পাশ করেছে দুই লাখ ১১ হাজার ৫০৩ জন। এর মধ্যে ছেলে শিক্ষার্থীর সংখ্যা ৯১ হাজার ৭৯১ জন। মেয়ে শিক্ষার্থী এক লাখ ১৯ হাজার ৭১২ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছেলে ৯৫ হাজার ৮৮৯ জন। মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ২৩ হাজার ৮১৫ জন।

বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৪ হাজার। পাস করে ৫৩ হাজার ৪০২ জন। পাসের হার ৯৮.৮৯ ভাগ। জিপিএ-৫ পায় ১৩ হাজার ৩৪ জন।

মানবিকে ৮৬ হাজার ৫৩৫ জনের মধ্যে পাস করে ৮৩ হাজার ২১৪ জন। পাসের হার ৯৬.১৬ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৫০৯ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৯ হাজার ১৬৯ জনের মধ্যে ৭৪ হাজার ৮৮৭ জন পাস করে। পাসের হার ৯৪.৫৯ ভাগ। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ১০৩ জন।

মন্তব্য

Beta version