নারায়ণগঞ্জের ধলেশ্বরীতে ট্রলারডুবির ঘটনায় ‘এমভি ফারহান-৬’ নামের যাত্রীবাহী লঞ্চটিকে জব্দ করে যানটির চালক মাস্টারসহ তিনজনকে আটক করেছে নৌ পুলিশ।
বুধবার (৫ জানুয়ারি) রাত ১০ টার দিকে রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করবে বিআইডব্লিউটিএ।
নৌ-পুলিশের পুলিশ সুপার মিনা আক্তার ভোরের আকাশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ধলেশ্বরীতে যাত্রীবাহী ট্রলারটিকে ধাক্কা দেয়া এমভি ফারহান-৬ নামের লঞ্চটির চালক, মাস্টার ও সুকানিতে আটক করা হয়েছে। সদরঘাটে জব্দ করা হয়েছে লঞ্চটি। এ ঘটনায় বিআইডব্লিউটিএ তাদের বিরুদ্ধে মামলা করছেন। মামলার পর তদন্ত করবেন তারা।’
বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত উপপরিচালক (ট্রাফিক বিভাগ) বাবু লাল বদ্য ভোরের আকাশকে বলেন, ‘লঞ্চটির রুট পারমিট, ইঞ্জিনের ক্রটিসহ নানা বিষয়ে তদন্ত করা হবে। পাশাপাশি ট্রলারের চালক অদক্ষ ছিল কি না তাও দেখা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ যাত্রী পরিবহন সংস্থার জ্যৈষ্ঠ সহসভাপতি মো. বদিউজ্জামান বাদল বলেন, ‘এমভি ফারহান-৬ যাত্রীবাহী লঞ্চের মালিক বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। তার লঞ্চের চালকের অজ্ঞিতা নেই, কারণ নদীকে ঘন কুয়াশা থাকার পরও চালক দ্রুতগতিতে লঞ্চ চালিয়েছেন।’
নারায়ণণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাল জানান, লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কমিটি করবে। কোনো মরহেদ পাওয়া গেলে তা দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা অনুদান দেয়া হবে।
বিহো/এআই
মন্তব্য